লোগোতে প্রতিকৃতি অংকন প্রসঙ্গে
হাবিব খান
আসসালামু আলাইকুম,
ইসলামে প্রতিকৃতি অঙ্কন কবিরা গুনাহ। জড় বস্তুর প্রতিকৃতি অঙ্কন করা যাবে কি? লোগো ডিজাইন করা যাবে কি? আমি ডিজাইনিং পেশায় জড়িত, এখন আমার করনীয় কি? কিছু ছবি এটাচমেন্ট হিসেবে পাঠালাম। দয়া করে উত্তর দিয়ে আল্লাহর এই অধম বান্দাকে সঠিক রাস্তা দেখান।
وعليكم السلام و رحمة الله و بركاته
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ কোন প্রানীর প্রতিকৃতি অঙ্কন করা কবিরা গুনাহ । হাদীসে এসেছে, “কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি তাদের হবে যারা আল্লাহর সৃষ্টি জীবের প্রতিকৃতি তৈরী করে।”(বুখারী ও মুসলিম) তবে জড় বস্তুর প্রতিকৃতি অঙ্কন করা যাবে। কোন প্রানীর আকৃতি ছাড়া লোগো ডিজাইনও করা যাবে। মুসলিম শরীফের এক হাদীসে এসেছে, এক ব্যক্তি ইবনে আব্বাস রা. এর কাছে এসে বললঃ আমি চিত্রকর এবং চিত্র অংকন করি। অতএব এসম্পর্কে আমাকে শরীয়তের বিধান বলে দিন। ইবনে আব্বাস রা. বলেন আমার কাছে আস। সে ব্যক্তি তার কাছে গেল। তিনি পুনরায় বলেল, আমার কাছে আস। সে ব্যক্তি তার এত কাছে গেল যে, ইবনে আব্বাস রা. তার হাত ঐ ব্যক্তির মাথার ওপর রাখলেন এবং বললেন, আমি তোমাকে এ সম্পর্কে এমন একটা হাদীস শুনাচ্ছি, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আছে শুনেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ “সকল চিত্রকরি দোযখে যাবে। আর প্রত্যেক চিত্রের পরিবর্তে জীবিত এক ব্যক্তিকে বানানো হবে, যা দোযখে তাকে শাস্তি দিবে।” ইবনে আব্বাস রা. বলেন, যদি তোমাকে এরূপ করতেই হয়, তাহলে গাছ এবং অপ্রানীবাচক বস্তুর চিত্র অংকন কর।
সতরাং আপনি কোন প্রানীর প্রতিকৃতি ছাড়া বিভিন্ন বস্তু যেমন, গাছ-পালা, গাড়ি-বাড়ি ইত্যাদি দিয়ে দিয়ে লোগো আকতে পারেন।
শরয়ী দলীল
أخرحه الامام البخاري في صحيحه (رقم 6109) عن عائشة رضي الله عنها، قالت: دخل علي النبي صلى الله عليه وسلم وفي البيت قرام فيه صور، فتلون وجهه ثم تناول الستر فهتكه، وقالت: قال النبي صلى الله عليه وسلم: «إن من أشد الناس عذابا يوم القيامة الذين يصورون هذه الصور»
أخرحه الامام مسلم في صحيحه(2/ 201-202) عن سعيد بن أبي الحسن، قال: جاء رجل إلى ابن عباس، فقال: إني رجل أصور هذه الصور، فأفتني فيها، فقال له: ادن مني، فدنا منه، ثم قال: ادن مني، فدنا حتى وضع يده على رأسه، قال: أنبئك بما سمعت من رسول الله صلى الله عليه وسلم، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «كل مصور في النار، يجعل له، بكل صورة صورها، نفسا فتعذبه في جهنم» وقال: «إن كنت لا بد فاعلا، فاصنع الشجر وما لا نفس له»، فأقر به نصر بن علي ـ
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। সহীহ বুখারী হাদীস নং২১০৯, ও ১/৩৯৬
২। সহীহ মুসলিম ২/২০১-২০২
৩। তাকমিলাতু ফাথিল মুলহিম ৪/১০৫
৪। বাদায়েউস সানায়ে ৫/৩২৫
والله اعلم بالصواب
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক .
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com
ছবি অংকন না করে ক্যামেরায় ছবি তুললে তার হুকুম কি?