হজ্জের জন্য হালাল সম্পদ ব্যয় করা উচিৎ
বর্তমান সময়ে পুর্বের তুলনায় হজ্জে লোক সমাগম বেড়েছে প্রচুর । লোক সখ্যায় প্রাচুর্য আসলেও হজ্জে আগ্রহ-উদ্দিপনা ও ইশক-মহব্বতে যথেষ্ট ঘাটতি সৃষ্টি হয়েছে। এই সৃষ্ট ঘাটতির বিশেষ কারণ তো এই, হজ্জ করতে যেমন পরিশুদ্ধ ও হালাল সম্পদ ব্যয় করা উচিৎ ছিল, তা করা হচ্ছেনা। অথচ হালাল রিজিক হচ্ছে হজ্জ কবুল হবার পূর্ব শর্ত। হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا خرج الرجل حاجا بنفقة طيبة، ووضع رجله في الغرز، فنادى: لبيك اللهم لبيك، ناداه مناد من السماء: لبيك وسعديك، زادك حلال، وراحلتك حلال، وحجك مبرور غير مأزور، وإذا خرج بالنفقة الخبيثة، فوضع رجله في الغرز، فنادى: لبيك، ناداه مناد من السماء: لا لبيك ولا سعديك، زادك حرام ونفقتك حرام، وحجك غير مبرور» المعجم الأوسط 5228
যখন কোন হজ্জপালনকারী হালাল সম্পদের মাধ্যমে হজ্জ করে ও তালবিয়া পড়ে, তখন আকাশ থেকে ঘোষনা করা হয়, لبيك و سعديك তোমার পাথেয় হালাল, তোমার সওয়ারীও হালাল, সুতরাং তোমার হজ্জ কবুল; গোনহ থকে পবিত্র। পক্ষান্তরে যখন কোন ব্যক্তি হারাম ও সন্দেহপূর্ণ সম্পদ দ্বারা হজ্জ করে তখন এক ঘোষক বলে, لا لبيك ولا سعديك তোমার পাথেয় হারাম, তোমার ব্যয়ও হারাম, সুতরাং তোমার হজ্জ নাকবুল ও তা গোনাহের উপকরণ।(আল্মুজামুল আউসাত লিত তবারানী, হাদীস নং ৫২২৮)
এজন্য বিশেষ ভাবে হজ্জে হারাম ও সন্দেহপূর্ণ সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকা উচিৎ। আল্লাহ তাআলা আমদের আমল করার তাওফিক দান করুন। আমীন