হজ্জের কিছু মাসায়েল
হজ্জ ফরজ হলে ঐবৎসরই আদায় করে নেয়া উচিৎ তবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করারও অবকাশ আছে।
স্ত্রী অসুস্থ থাকলেও হজ্জ বিলম্ব করা যাবে না
কারো উপর হজ্জ ফরজ হবার পর স্ত্রী অসুস্থ থাকলে এটা হজ্জে গমনে বিলম্ব করার ওজর হিসেবে গন্য হবেনা। তাই এরকম পরিস্থিতির সম্মুখিন হলে স্ত্রীর প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করে হজ্জে চলে যাওয়া উচিৎ।
من عليه الحج و مرضت زوجته لايكون عذرا للتخلف عن الحج (غنية الناسك12، البحر العميق 1/389)
পিতা-মাতার অসুস্থতায় হজ্জ বিলম্বে করার অবকাশ
কারো উপর হজ্জ ফরজ হবার পর পিতা-মাতার কেউ এমন অসুস্থ থাকে যে তদের সেবা-সশ্রুষা করার প্রয়োজন হয়।তাহলে তার জন্য উচিৎ হল হজ্জে যাওয়ার ইচ্ছাকে বিলম্বিত করে পিতা মাতার সেবা-সশ্রুষা করবে।
مرض الوالد و الوالدة يكون عذرا إذا احتاجا إليه (غنية الناسك12)
وينبغي لمريد الحج أو الغزو أن يستأذن أبويه فإن خرج بدون أذن مع الاحتياج إليه للخدمة أثم وقيل يكره (حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح: 396)
ছোট বাচ্চার দিকে খেয়াল করে হজ্জে বিলম্ব করা
কারো উপর হজ্জ ফরজ হয়েছে কিন্তু তার কোলের বাচ্চা রয়েছে যার লালন পালনের জন্য এখনই হজ্জে যেতে পারছেনা। তো বাচ্চার কথা বিবেচনা করে তার জন্য হজ্জে গমনে বিলম্ব করার অবকাশ আছে।
و الولد الصغير المحتاج إليه عذر في التخلف مريضا كان أو لم يكن (غنية الناسك12)