মাহিন নামের অর্থ কী?
আসসালামু আলাইকুম——-
প্রশ্নঃ আমার ছেলের নাম (আব্দুল্লাহ আল মাহিন)—সেদিন নেটে দেখলাম মাহিন শব্দের অর্থটা অনেক খারাপ ভাবে লেখা যেটা সম্পর্কে আমার একটুও ধারনা নাই। তাই আপনার কাছে মাহিন শব্দের সঠিক অর্থটা জানার জন্য সাহায্য চাচ্ছি। আমাকে মাহিন শব্দের সঠিক অর্থটা জানালে অনেক উপকৃত হতাম।
وعليكم السلام و رحمة الله و بركاته
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ পিতা-মাতা ও অবিভাবকদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে অনেক যত্নবান হওয়া উচিৎ। সন্তানের নাম যেন সুন্দর, অর্থবহ ও তাৎপর্যপূর্ণ হয় সেদিকে দৃষ্টি দেয়া উচিৎ। কিন্তু বর্তমানে আমাদের অনেকের মধ্যে এই কর্তব্যবোধ নেই। এ সম্পর্কে সঠিক জ্ঞানই অনেকের নেই। যে কারণে বর্তমানে পিতা-মাতাকে সন্তানের এমন সব নাম রাখতে দেখা যায় যা অর্থহীন। কোনো কোনো নাম তো অনৈসলামীক ও নিন্দনীয় হয়ে থাকে। আবার কেউ কেউ আরবী বা কুরআনে পাওয়া এমন কোন নাম রেখে দেয় যা কারো নাম হিসেবে মানানসই না। মনে রাখতে হবে আরবী বা কুরআনের শব্দ হলেই তা সুন্দর ও ইসলামী নাম হয়না। তাই নাম রাখার পূর্বে যাচাইবাচাই তা করে নেয়া উচিৎ। নবজাতকের অর্থবহ,তাৎপর্যপূর্ণ ইসলামসম্মত নাম রাখার প্রতি হজরত মুহাম্মদ (সা.) খুবই গুরুত্ব দিয়েছেন। হাদীস শরীফে এসেছে,
عن أبي الدرداء، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إنكم تدعون يوم القيامة بأسمائكم، وأسماء آبائكم، فأحسنوا أسماءكم» رواه أبو داود، رقم: 4948، 2/676
হযরত আবু দারদা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেয়ামত দিবসে তোমাদেরকে তোমাদের নামে ও পিতা-মাতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রেখ। (আবু দাউদ ২/৬৭৬, মিশকাত ২/৪০৮)
বাইহাকী শরীফের এক হাদীসে এসেছে,
عن ابن عباس، أنهم قالوا: يا رسول الله، قد علمنا حق الوالد على الولد، فما حق الولد على الوالد؟ قال: ” أن يحسن اسمه، ويحسن أدبه – زواه البيهقي في شعب الإيمان ، رقم 8291
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন,সাহাবায়ে কেরাম আরজ করলেন,ইয়া রসুলুল্লাহ! পিতার হক কী তা আমরা জানলাম। কিন্তু পিতার ওপর সন্তানের হক কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,পিতা সন্তানের সুন্দর নাম রাখবে এবং তাকে সুশিক্ষা দেবে। (শুয়াবুল ঈমান; বায়হাকি, হাদীস নং ৮২৯১)
কেউ যদি অনৈসলামিক বা অশোভনীয় কোন নাম রেখে ফেলে তাহলে তা পরিবর্তন করে ভালো কোন নাম রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এমনটাই শিক্ষা পাই। কারো নামের অর্থ খারাপ থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পাল্টিয়ে ভালো নাম রেখে দিতেন।
# মাহিন ( ماحٍ ) অর্থ হলো মোচনকারী, নিশ্চিন্নকারী। আরবীতে শুধু এই অর্থে নাম রাখলে তেমন কোন সমস্যা নেই। তবে কী মোচনকারী এটা স্পষ্ট নয়। শুরুতে আল যুক্ত করলে বলতে হবে ‘আব্দুল্লাহ আল মাহি’। আর ‘আল মাহিন’ বললে পরের অর্থটি হবে।
- محَى:
محَى يَمحِي ، امْحِ ، مَحْيًا ، فهو ماحٍ ، والمفعول مَمْحِيّ :-
• محى التلميذُ الكتابةَ من على السَّبُّورة أذهب أثرَها :- محَى كلَّ ما كتبه ، – لم يستطع أن يمحي آثارَهم .
المعجم: اللغة العربية المعاصر
# মাহীন (مَهين )শব্দের অর্থ তুচ্ছ, নীচ, লাঞ্ছিত ইত্যাদি। মাহিন (مَهين )শব্দটা কুরআনে কয়েক স্থানে এসেছে,সব স্থানেই এরকম অর্থেই এসেছে। ‘মাহীন’ বা ‘আল মাহিন’ বললে শুধু এই অর্থেই নির্দিষ্ট হবে।
{أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ } [المرسلات: 20]
অর্থঃ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? (সূরা মুরসালাতঃ২০)
{أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ} [الزخرف: 52]
অর্থঃ আমি যে শ্রেষ্ট এ ব্যক্তি থেকে, যে নীচ এবং কথা বলতেও সক্ষম নয়।(সূরা যুখরুফঃ৫২)
{ ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلَالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ} [السجدة: 8]
অর্থঃ অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে।(সূরা সাজদাঃ৮)
{وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَهِينٍ} [القلم: 10]
অর্থঃ যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। (সূরা কলামঃ১০)
এ ছাড়া ‘স্বল্পবোধ সম্পন্ন’ ও ‘দুর্বল মতামত সম্পন্ন’ অর্থেও আসে।
مَهين: ( اسم )
الجمع : مَهينون و مُهَنَاء
صفة مشبَّهة تدلّ على الثبوت من مهُنَ
رَجُلٌ مَهِينٌ : حَقِيرٌ ، ذَلِيلٌ
رَجُلٌ مَهِينٌ : قليل التمييز، ضعيف الرأي
المعجم: الرائد
এটা যেহেতু খারাপ ভালো উভয় অর্থেই নেয়া যায়। তাই পরিবর্তন করে অন্যনাম রাখা সম্ভব হলে সেটা করাই ভাল।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে.
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ.
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
আসসালামুআলিকুম আমার ছোট ভাই এর নাম মহসিন হাসান মাহিন এর অর্থ জানত চাই
আপনার নাম ঠিকানা উল্লেখ করে প্রশ্ন করুন এই ঠিকানায় jamiatulasad@gmail.com