৬ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আওলাদে রাসূল সা.
অওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়্যিদ আস’আদ মাদানী রহ. এর সুযোগ্য সাহেবযাদা, হযরত মাওলানা সায়্যিদ মুহাম্মাদ মাদানী (হাফিযাহুল্লাহ), দেওবন্দ, ভারত; গত মঙ্গলবার ৬ দিনের সফরে বাংলাদেশে তাশরীফ রেখেছেন। ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ায় দ্বীনি প্রগ্রাম সেড়ে আগামী সোমবার আসামের উদ্দেশ্যে রওনা হবেন।
ইনশাল্লাহ আগামী শনিবার ১২/৯/১৫ ইং জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া রামপুরা ঢাকায় দু’আ মাহফিলে অংশগ্রহণ করবেন।
Muhammad madani ny ota hbe Mahmud madani
উনি মাহমূদ মাদানী দা.বা. এর ছোট ভাই মুহাম্মাদ মাদানী