আওলাদে রাসূল সা. এর শুভাগমন
আলহামদুলিল্লাহ! আজ ১২ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১২টায় জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়ায় শুভাগমন করেন, ফেদায়ে মিল্লাত আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সায়্যিদ আস’আদ মাদানী র. এর সুযোগ্য সহেবযাদা হযরত মাওলানা সায়্যিদ মুহাম্মদ মাদানী দা. বা. । হযরতের আগমন উপলক্ষে সর্বস্থরের উলামায়ে কেরাম ও দ্বীন দরদী ভাইদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে এই জামিয়া । বিশিষ্ট উলামায়ে কেরামের মাঝে উপস্থিত ছিলেন, প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা আব্দুল মতীন সাহেব (মুহাদ্দীস, জামিয়াতু উলূমিল ইসলামিয়া) মাওলান আনোয়ার মাহমূদ সাহেব (মুহাদ্দীস, আরজাবাদ মাদরাসা), মাওলানা আস’আদ আল হুসাইনী (শাইখুল হাদীস, বনশ্রী মাদরাসা) মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব(মুহতামিম,বনশ্রী মাদরাসা) মুফতী হাফীজুদ্দীন সাহেব (মুহাদ্দীস,জামিয়া মালিবাগ) মাওলানা রশিদ আহমদ সাহেব (সিলেট), মাওলানা মাহফুজুর রহমান কাসেমী সাহেব, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামিয়ার ফারেগীন ও স্থানিয় উলামায়ে কেরামগণ। হযরতের সংক্ষিপ্ত আলোচনা ও দু’আর মাধ্যমে মহতি এই মাহফিলের পরিসমাপ্তি ঘটে।