বিবস্ত্র হয়ে গোসল করার বিধান কী?
হেলাল উদ্দিন
আস্সালামু আলাইকুম,
আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর রহমতে।আমার জানার ইচ্ছা বাথরুমের দরজা বন্ধকরে কি পোশাক খুলে গোসল করা যাবে? উত্তর দিবেন ইনশাল্লাহ।
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام و رحمة الله و بركاته
উত্তরঃ মাশাল্লাহ নামাজের প্রতি আপনার অবিচলতার কথা শুনে খুশি হলাম। আপনার প্রশ্নের উত্তর হল, অন্যকেউ দেখার আশংকা না থাকলে পোশাক খুলে গোসল করা যাবে।তবে হাদীস শরীফে এসেছে, লজ্জা করার ব্যপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই বাশী হকদার। তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া অনুত্তম।
শরয়ী দলীল
في صحيح البخاري (1/ 64)(باب من اغتسل عريانا وحده في الخلوة، ومن تستر فالتستر أفضل وقال بهز بن حكيم عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم: «الله أحق أن يستحيا منه من الناس»
وفي عمدة القاري شرح صحيح البخاري (3/ (338 باب من اغتسل عريانا وحده في الخلوة ومن تستر فالتستر أفضل أي: هذا باب في بيان جواز غسل العريان وحده إلا أن التستر أفضل، ،
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১) সহীহ বুখারী ১/৬৪
২) সুনানে আবু দাউদ, হাদীস নং ৪০১৭
৩) উমদাতুল ক্বারী ৩/৩৩৮
৪) আল মাবসূত লিসসারখসী ৩০/২৬৫
৫) ফাতাওয়া মাহমূদিয়া ৫/৯১
والله اعلم بالصواب
উত্তর প্রদানে.
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ.
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com