তালাকের হুমকি দিলে তলাক হবে কিনা?
হাফিজুর রহমান
প্রশ্নঃ আমি আমার আহলিয়ার সাথে ঝগড়া করার এক সময় তাকে বলি মেজাজ খারাপ কর না, তাহলে কিন্ত উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বের হয়ে যাবে অথবা বলি যে, এখন কিন্তু উল্টা পাল্টা কথা বলে ফেলব অথবা বলি, এক দম চুপ! তা নাহলে মুখ দিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা বের হয়ে যাবে। উল্টা পাল্টা শব্দ বলতে আমি তালাক জাতীয় কথার দিকে মনে মনে ইঙ্গিত করেছি। তবে এই কথা মনে মনেও ভবিনি যে তালাক এখন দিয়েই দিলাম। বা চুপ না করলে দিয়ে দিব এখনই। আমি শুধু তাকে ভয় দেখানোর কারণে অথবা সাবধান করার কারণে উল্টা পাল্টা শব্দটা বলেছি। এই অবস্থায় কি তালাক হবে।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ যদি বাস্তবেই তাকে শুধু ভয় দেখানোর জন্য এরকম বলে থাকেন, উল্টা পাল্টা কথা ‘বলে ফেলব’ বা ‘বের হয়ে যাবে’ তাহলে এর মাধ্যমে কোন তালাক হবেনা। তবে ভবিষ্যতে তালাক বা এজাতীয় শব্দ উচ্চারণের ক্ষেত্রে অনেক সতর্ক থাকা চাই।
শরয়ী দলীল
في الفتاوى تنقيح الحامدية: كتاب الطلاق)1/35( صيغة المضارع لا يقع بها الطلاق إلا إذا غلب في الحال كما صرح به الكمال بن الهمام
وفي الفتاوى الهندية (1/ 384) قالت لزوجها من باتو نميباشم فقال الزوج مباش فقالت طلاق بدست تو است مرا طلاق كن فقال الزوج طلاق ميكنم طلاق ميكنم وكرر ثلاثا طلقت ثلاثا بخلاف قوله كنم لأنه استقبال فلم يكن تحقيقا بالتشكيك. في المحيط لو قال بالعربية أطلق لا يكون طلاقا إلا إذا غلب استعماله للحال فيكون طلاقا
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১) ফতহুল কাদীর ৪/৭
২) ফাতাওয়া তানকীহুল হামেদিয়্যাহ ১/৩৫
৩) ফাতাওয়া শামী ৩/৩১৯
৪) ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪
৫) এমদাদুল আহকাম ২/৩৮৫-৩৮৬
৬) আপকে মাসায়েল ৬/৬২৭
৭) ফাতাওয়া উসমানী ২/৩৪৫
والله اعلم بالصواب
উত্তর প্রদানে.
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ.
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com