আছরের পর পড়াশুনা করার বিধান কী?
এ, এস, এম ফয়সাল
প্রশ্নঃ অনেকে বলে থাকে হাদিসে আছে আছরের পর পড়াশুনা করা ঠিক না । আসলে কি তাই ? অনুগ্রহপূর্বক জানাবেন ।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ তাদের কথা ঠিকনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদীসে আছরের পর পড়াশুনা করতে নিষেধ করা হয়নি। আছরের পর যেহেতু আলোর সল্পতা থাকে তাই পূর্বেকার ডাক্তার ও বুযুর্গগণ আছরের পর লেখা পড়া করতে অনুৎসাহিত করতেন, যেন সল্প আলোর কারণে চোখের ক্ষতি নাহয়। এখন যেহেতু বৈদ্যুতিক বাতির কল্যাণে চোখের ক্ষতি হবার আর আশংকা নেই তাই নিষেধাজ্ঞার হেতুও আর অবশিষ্ট নেই।
শরয়ী দলীল
في النخبة البهية في الأحاديث المكذوبة على خير البرية (ص: 115) – ” من أكْرم حبيبتيه [عَيْنَيْهِ] ، فَلَا يكْتب بعد الْعَصْر “. لَا أصل لَهُ. وَإِنَّمَا على حسب الْعَادة فِي ضررهما
وَفي اللؤلؤ المرصوع (ص: 172) – حَدِيث: من أحب حبيبتيه أَو كريمتيه – وَفِي رِوَايَة: من أكْرم كريمتيه – فَلَا يكتبن بعد الْعَصْر، لَا أصل لَهُ فِي الْمَرْفُوع، وَإِنَّمَا هُوَ من كَلَام الْأَطِبَّاء
প্রামাণ্য গ্রন্থাবলী
১) আন নুখবাতুল বাহিয়্যা ১১৫
২) আল লু’লু’ল মারসূ’ ১৭৩
৩) আল যিদ্দুল হাসীস ২১৯
والله أعلم بالصواب
উত্তর প্রদানে
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com