চোখে পানি লাগানো নিষেধ হলে গোসলের সময় কি করবে?
প্রশ্নঃ কারও ওপর যদি গোসল ফরজ হয়, কিন্তু তার চোখে পানি লাগানো নিষেধ অর্থাৎ পুরো মাথায় ই পানি লাগানো নিষেধ সেক্ষেত্রে সমাধান কি দাঁড়াবে?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ এক্ষেত্রে সমাধান হলো যদি সে চোখের উপর মাসেহ করতে সক্ষম হয় তাহলে চোখ না দুয়ে শুধু মাসেহ করবে। তাও সম্ভব না হলে চোখের উপর পট্টি বেঁধে তার উপর মাসেহ করবে। আর চোখ ছাড়া মাথার অন্যান্য অংশ দুয়ে ফেলবে।
শরয়ী দলীল
في الأصل (1/ 42) قلت أرأيت إن أجنب فاغتسل فمسح بالماء على الجبائر التي على يديه أو لم يمسح لأنه يخاف على نفسه أن يمسح قال يجزيه وقال أبو يوسف ومحمد إن ترك المسح على الجبائر ولا يضره ذلك لم يجزه ـ
وفي بدائع الصنائع (1/ 190) ولو كان ببعض أعضاء الجنب جراحة، أو جدري فإن كان الغالب هو الصحيح غسل الصحيح وربط على السقيم الجبائر، ومسح عليها،
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১) আল আসল ১/৪২
২) বাদায়েউস সানায়ে ১/১৯০
৩) ফাতাওয়া শামী ১/৪৮৩
৪) ফাতাওয়া কাযীখান
৫) তহতবী আলাদ্দুর ১/১৩৫
৬) হালবী কাবীরী ৫৫-৫৬
والله أعلم بالصواب
উত্তর প্রদানে
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com