একজনের একাধিক বার জানাযা পড়া যাবে কিনা?
আস্ সালামু আলাইকুম।
সম্মানিত মুফতী সাহেব সমীপে আমার প্রশ্ন হল।
একজন মৃত ব্যাক্তর জানাজা দোহরানো যাবে কিনা? অর্থাৎ একবার জানাজা হয়ে গেলে তার জানাজা দ্বিতীয় বার পড়া যাবে কিনা? গেলে পদ্ধতি কি? জানালে উপকৃত হবো।
নিবেদক
মোঃ এনায়েতুল্লাহ
ড.গলি, মালিবাগ
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام و رحمة الله و بركاته
উত্তরঃ একবার কারো জানাযা পড়া হলে পূণরায় তার জানাযা পড়া যাবে না। তবে মৃত ব্যক্তির অবিভাবকের অজ্ঞাতসারে তাদের ছাড়াই যদি অন্যরা জানাযা পড়ে ফেলে, তাখন মৃত ব্যক্তির অবিভাবকদের জন্য দ্বিতীয়বার জানাযা পড়ার সুযোগ আছে। তখন যারা একবার জানাযা পড়েছে তারা দ্বিতীয়বার সে জানাযায় শরিক হবে না।
ইচ্ছাকৃতভাবে মৃত ব্যক্তির অলী বা অবিভাবককে প্রথম জানাযা না পড়িয়ে দ্বিতীয়বার জানাযা পড়ার সুযোগ সৃষ্টি করা শরীয়ত সমর্থন করে না।
শরয়ী দলীল
في رد المحتار – (3 / 144) ( فإن صلى غيره ) أي الولي ( ممن ليس له حق التقديم ) على الولي ( ولم يتابعه ) الولي ( أعاد الولي ) ولو على قبره إن شاء لأجل حقه لا لإسقاط الفرض ؛ ولذا قلنا : ليس لمن صلى عليها أن يعيد مع الولي لأن تكرارها غير مشروع ( وإلا ) أي وإن صلى من له حق التقدم كقاض أو نائبه أو إمام الحي أو من ليس له حق التقدم وتابعه الولي ( لا ) يعيد لأنهم أولى بالصلاة منه .
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১)ফাতাওয়া শামী ৩/১৪৪
২) এলাউস সুনান ৮/২৮৮
৩) হালবী কাবিরী ৫০৪
৪) বাদায়েউস সানায়ে ২/৩৫৫
৫) আল মাবসূত লিসসারখসী ২/৬১
৬) তহতবী আলাদ্দুর ১/৩৭৫
৭) আল বাহরুর রায়েক ২/৩১৭
والله أعلم بالصواب
উত্তর প্রদানে.
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ.
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
এখানে উত্তরটা পরিষ্কার না। কোন জীবিত ব্যক্তির জন্য কি দুই বার মৃতের জানাজা নামাজ পড়া জায়েজ নেই ? নাকি কোন মাইয়্যেতের দুই বার জানাজা নামাজ পড়া জায়েজ নেই ? কোনটা ?
উভয়টাই। তবে অলীর অনুপস্থতিতে তার অনুমতি ব্যতীত অন্যরা পড়ে ফেললে অলী ২য় বার জানাজা পড়তে পাওবে। তার সাথে যারা ইতিপূর্বে জানাজা পড়েনি তারাও এসুবাদে তার সাথে জানাজা পড়তে পারবে। তবে পরিকল্পিত ভাবে এমনটা করা উচিত না।