কৃত্তিম নিয়তের কারণে মুসাফির মুকিম হবে কিনা?
প্রশ্নঃ যদি কোন মুসাফির ব্যক্তি সফরের নিয়্যত থেকে মুকিম হওয়ার নিয়্যত করে যদিও সে জানে কিছুক্ষণ পর সে সফর করবে কিন্তু এখন যদি সে জরুরতের কারণে একামতের নিয়্যত করে তাহলে কি সে মুকিম হবে?
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ কোন মুসাফির ব্যক্তি যদি কোন কারণে ইকামতের নিয়ত করে কিন্তু বাস্তবে তার ইকামত করার ইচ্ছা না থাকে তাহলে এমতাবস্থায় সে মুসাফিরই থেকে যাবে, এই কৃত্তিম নিয়তের কারণে মুকিম হবেনা।
শরয়ী দলীল
في الفتاوى القاضي خان : (1/106) مسافر أم قوما فلما صلى ركعتين نوى الإقامة لا لتحقق الإقامة بل يتم صلاة المقيما و ينقلب فرضية أربعا ـ
في الفتاوى البزازية : (1/49) المسافر الإمام نوى الإقامة ليتمكن من اتمام الصلاة لايتم لأن حاله مبطل لعزيمته ـ
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। ফাতাওয়া কাজীখান ১/১০৬
২। ফাতাওয়া বায্যাযিয়া ১/৪৯
৩। ফাতাওয়া সিরাজিয়্যা ৭৭
৪। ফাতাওয়া হিন্দিয়া ১/২০০
৫। ফাতাওয়া শামী ২/৪৩১
والله أعلم بالصواب
উত্তর প্রদানে.
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ.
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com