ভর্তি বিজ্ঞপ্তি
আলহামদুলিল্লা! আল্লাহ তাআলার ফযল ও করমে জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া সপ্তম বৎসরের শিক্ষাকার্ক্রম অত্যন্ত সফল ভাবে পরিসমাপ্ত হয়েছে। এই বৎসর জামিয়ার ফারেগীন ছাত্রের সংখ্যা ছিল ৪৪ জন। ইনশাআল্লাহ আগামী রমজানের পর আবার নতুন শিক্ষা বৎসরের কার্যক্রম শুরু হবে। আগামী শিক্ষাবর্ষে পড়তে আগ্রহী তলাবাদের জন্য ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যাবলী নিম্নে দেয়া দেয়া হল,
- বিভাগ
তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা (মেয়াদকাল-১ বৎসর)
- ভর্তির যোগ্যতাঃ
তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীস সম্পন্ন করতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।
- ভর্তি পরীক্ষার বিষয়ঃ
صحيح البخاري المجلد الأول (বুখারী ১ম খন্ড)
سنن الترمذي المجلد الأول (তিরমিযী ২ম খন্ড)
الهداية المجلد الثالث (হেদায়া ৩য় খন্ড)
(نور الأنوار (كتاب الله {নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)}
- ভর্তি শুরু ও পরীক্ষার তারিখঃ
৮ই শাওয়াল মোতাবেক ২৩ই জুন বুধবার থেকে কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি চলবে। (কোটা ৪৫ জন)
- ভর্তি সংক্রান্ত তথ্যঃ
ফরমঃ ২০০/=
ভর্তি ফীঃ ৩০০০/=
কুতুব খানা চার্জঃ ১০০/=
মাসিক প্রদেয়ঃ ৩৫০০/=
(মেধাবী ও অসচ্ছল তালেবে ইলমদের জন্য বিশেষ বিবেচনার সুযোগ রয়েছে)
এছাড়াও জেনারেল শিক্ষিত ভাই দের জন্য তালীমুদ্দীন বিভাগে ভর্তি চলবে। তালীমুদ্দীন বিভাগে ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য দেখুন।
যে কোন বিষয় বিস্তারিত জানতে কল করুন। ০১৭৬২১২১০৯১, ০১৮৪২৫৫৫৫৪২