“আল্লাহ আরশে না ফরশে” বইটি পড়ুন
আল হামদুলিল্লাহ! অনেক প্রতিক্ষার পর বের হলো “আল্লাহ আরশে না ফরশে” বইটি। আল্লাহ তাআলা সকল স্থান ও কালের উর্ধে।তাই আল্লাহ কোথায় আছেন? এরকম প্রশ্ন করা আল্লাহ তাআলার শান পরিপন্থি।কুরআন ও হাদীসে আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে যে সকল বর্ণনা এসেছে আমাদের পূর্বসূরীগণ এগুলোর আল্লাহ তাআলার শান অনুযায়ীই ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলার অবস্থান কোথায় এর গবেষনায় লিপ্ত হননি। আমারা এতোদিন যাবত এই আকীদাই পোষন করে আসছি।কিন্তু বর্তমানে কিছু লামাজহাবীরা আল্লাহর অবস্থান নির্দিষ্ট যায়গায় তাপ্রমাণ করতে উঠে পড়ে লেগেছে (নাউযুবিল্লাহ)। অথচ আল্লাহ তাআলা সকল স্থান ও কালের উর্ধে। আল্লাহ কোথায়? আল্লাহর অবস্থান কই?এটা যেহেতু আকীদার কোন অংশ না তাই এ বিষয়ে কোন আলোচনা বা কোন বই লেখা, আলেম সমাজের কাছে কখনো প্রয়োজন মনে হয়নি। বরং একপ্রকার ধিষ্টতার পরিচায়ক বলেই মনে হয়েছে। কিন্তু বর্তমানে মসলিম সমাজকে সঠিক আকদা থেকে বিচ্যুত করতে যে এজেন্ডা পরিচালিত হচ্ছে তা থেকে সর্বস্থরের মসলিম উম্মাহকে সতর্ক করতে আমাদের এই প্রচেষ্টা। আশা করি এই বই পাঠ করে সকলে ধোকাবাজদের ধোকা থেকে বেচে আমাদের পূর্বসূরি, সাহাবা তাবেয়ীদের আকীদা বিশ্বাসের অনরূপ আকীদা জানতে পারবেন ও সঠিক আকীদার বিশ্বাসি একজন গর্বিত মুসলিম হিসেবে মাওলার দরবারে সাক্ষাত লাভ করতে পারবেন। সকলকে এবইটি পড়ার অনুরোধ করছি।
যারা কিনে পড়তে পারবেন না তাদের সহজপাঠ্যের জন্য PDF আকারেও দেয়া হল। ডাউনলোড করতে ক্লিক করুন আল্লাহ আরশে না ফরশে।