ফজরের পূর্বে দু’রাকাত সুন্নত
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বের দু’রাকাত সুন্নত নামাজ এর প্রতি গুরুত্বারোপ করতে গিয়ে বলেন,
عن أبي هريرة رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: “لا تدعوهما وإن طردتكم الخيل”
অর্থাৎ, হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, তোমরা ফজর নামাজের পূর্বের দু’ রাকাত নামাজ কখনও ছাড়বে না। যদিও শত্রুপক্ষের ঘোড়সোওয়ারী তোমাকে পশ্চাদ্ধাবনে বাধ্য করে।
(ই’লাউস সুনান: ৭ম অংশ, পৃষ্ঠা-৪, হাদীস নং-১৭৫৪)
عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنِ النَّبِيُّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَلَى شَيْءٍ مِنْ النَّوَافِلِ أَشَدَّ تَعَاهُدًا مِنْهُ عَلَى رَكْعَتَيْ الْفَجْرِ . مُتَّفَقٌ عَلَيْهِ وَعَنْهَا عَنْ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: ্রرَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا . رَوَاهُ أَحْمَدُ وَمُسْلِمٌ وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ)
অর্থাৎ, আম্মাজান হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ এর মধ্য হতে ফজরপূর্ব দু’রাকাত নামাজের ক্ষেত্রে অধিক পাবন্দী ছিলেন। তাই রাসূল সা. বলেন, ফজরের এ দু’রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যবর্তী যা কিছু আছে, সবকিছু থেকেই উত্তম।
(নাইলুল আওতার, পৃষ্ঠা নং- ৮৯৯-৯০০)