রুবাইয়া মেহবিন রিধি নামের অর্থ কী?
প্রশ্নঃ আমার মেয়ে নাম রুবাইয়া মেহবিন রিধি রাখতে চাই এই নামের অর্থ কি আমি জানতে চাই দয়া করে সঠিক অর্থ জানাবেন।
بسم الله الرحمن الرحيم
উত্তরঃ রুবাইয়া ( رباعية) অর্থ চৌপদী কবিতা, চতুর্গুণী। মেহবিন শব্দটি সম্ভবত আরবী মুহিব্বিন (مُحِبٍّ) হতে পারে। এমনিতে আরবীতে মেহবিন কোন শব্দ আছে বলে আমাদের জানা নেই। মুহিব্বিন বা মহিব্বুন হলে এর অর্থ হল প্রেমিক, বন্ধু, পছন্দকারী।
রুবাইয়া মুহিব্বিন অর্থ হয়, প্রেমিক বা প্রিয় জনেরর চৌপদী কবিতা।
রিধি শব্দটি আরবী না। কেননা ‘ধ’ বর্ণ আরবীতে নেই। রিধি (বা ঋদ্ধি) এটা বাংলা হিন্দুয়ানী নাম। অর্থ সৌভাগ্য, সমৃদ্ধি। হিন্দুয়ানী নাম রাখা থেকে যথা সম্ভব বেচে থাকা উচিত। মনে রাখতে হবে নাম রখার ক্ষেত্রে আনকমন ও শুনতে ভাল এমন হলেই নাম রেখে দেয়া ঠিক না বরং সুন্দর ও অর্থবহ নাম রাখা চাই।
পিতা-মাতা ও অবিভাবকদের থেকে একটি সুন্দর,অর্থবহ ও তাৎপর্যপূর্ণ ইসলামিক নাম পাওয়া শরিয়তের দৃষ্টীতে প্রতিটি শিশুর একটি মৌলিক অধিকার । তাই সকলের জন্য উচিত নবজাতকের জন্য সুন্দর একটি নাম ঠিক করা। হাদীস শরীফে এসেছে,
عن أبي الدرداء، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إنكم تدعون يوم القيامة بأسمائكم، وأسماء آبائكم، فأحسنوا أسماءكم» رواه أبو داود، رقم: 4948، 2/676
হযরত আবু দারদা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেয়ামত দিবসে তোমাদেরকে তোমাদের নামে ও পিতা-মাতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রেখ। (আবু দাউদ ২/৬৭৬, মিশকাত ২/৪০৮)
বাইহাকী শরীফের আরএক হাদীসে এসেছে,
عن ابن عباس، أنهم قالوا: يا رسول الله، قد علمنا حق الوالد على الولد، فما حق الولد على الوالد؟ قال: ” أن يحسن اسمه، ويحسن أدبه – زواه البيهقي في شعب الإيمان ، رقم 8291
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন,সাহাবায়ে কেরাম আরজ করলেন,ইয়া রসুলুল্লাহ! পিতার হক কী তা আমরা জানলাম। কিন্তু পিতার ওপর সন্তানের হক কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,পিতা সন্তানের সুন্দর নাম রাখবে এবং তাকে সুশিক্ষা দেবে। (শুয়াবুল ঈমান; বায়হাকি, হাদীস নং ৮২৯১)
والله أعلم بالصواب
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া