ঋণের টাকা ফেরত পাওয়ার ব্যপারে অনিশ্চয়তা থাকলে তার উপর যাকাত আসবে কী?
আসসালামু আলাইকুম
প্রশ্নঃ কয়েকজন আমার নিকট থেকে অর্থ কর্জে হাসানা হিসেবে নিয়েছেন।
১. একজন আমার অর্থ নিয়ে বাড়ি করেছেন। কবে কখন ফেরত দিবেন তা নিশ্চিত করে বলেননি।
২. একজন ব্যবসার জন্য অর্থ নিয়ে লস করেছেন কবে দিবেন নিশ্চিত বলা যাচ্ছে না।
৩. ব্যবসার জন্য অর্থ নিয়ে প্রতারণা করে বিদেশ গিয়েছিলেন, ধরা খেয়ে ফেরত এসেছেন। অর্থ ফেরত দিচ্ছেন না। টালবাহানা করছেন।
সবই পাঁচ বছরের ওপরে হবে। এতদিন যাকাত দিয়েছি কিন্তু গতবছর থেকে যাকাত দিচ্ছি না। কারণ দাওয়াতী কাজে রোজগারের উদ্বৃত্ত সকল অর্থ ব্যয় করার কারণে উক্ত অর্থের যাকাত প্রদান করা আমার জন্য একপ্রকার অপারগ হয়ে যায়। এমতাবস্থায় কি করতে পারি?
জাঝাকাল্লাহু খাইরান।
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام و رحمة الله و بركاته
উত্তরঃ যে ঋণ ফেরত পাওয়ার আশা একদমই থাকে না, সে ঋণের টাকার উপর যাকাত আবশ্যক হয় না । কখনো যদি তা ফেরত পাওয়া যায়, তখন শুধু এক বছরের যাকাত দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর যদি টাকা ফেরত পাওয়ার আশা থাকে, তাহলে সেই ঋণের টাকার উপর যাকাত দিতে হবে। তবে এক্ষেত্রে টাকা ফেরত পাওয়া পর্যন্ত যাকাত দেওয়া বিলম্ব করার সুযোগ আছে। টাকা ফেরত পাওয়ার পর বিগত বছরের সকল যাকাত আদায় করতে হবে।
উপরোক্ত তিনজনের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার ব্যপারে এখনো যেহেতু আপনি পুরোপুরি নিরাশ হননি, পাবেন্ কি পাবেন না? এই দৌদল্যমান অবস্থায় আছেন। তাই আপনার প্রদানকৃত এই ঋণের টাকার উপর যাকাত দিতে হবে। এমতবস্থায় আপনার জন্য টাকা ফেরত পাওয়ার পর বিগত অনাদায়কৃত বছরগুলোর যাকাত আদায় করারও সুযোগ রয়েছে।
শরয়ী দলীল
في الدر المختار (2/ 267) ولو كان الدين على مقر مليء أو علىمعسر أو مفلس…. أو على جاحد عليه بينة…… فوصل إلى ملكه لزم زكاة ما مضى
وفي الهداية شرح (1/ 182) ولو كان الدين على مقر مليء أو معسر تجب الزكاة لإمكان الوصول إليه ابتداء أو بواسطة التحصيل وكذا لو كان على جاحد وعليه بينة
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। আদ্দুররুল মুখতার ২/২৬৬,২৬৭
২। আল হেদায়া ১/১৮২
৩।আল বাহরুর রায়েক ২/২২৩
৪। মাজমাউল আনহুর ১/ ১৯৪
৫। খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮
৬। ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ২/৯০
৭। আপকে মাসায়েল ৫/১৩৫
৮। ফাতাওয়া উসমানী ২/৭৬
والله أعلم بالصواب
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
ইমেইল-jamiatulasad@gmail.com