আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই
মানবতার ডাক
আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই
এ বছর ২০১৬ সালে বাংলাদেশের কিছু কিছু এলাকা বন্যা কবলিত হয়েছে। বন্যাকবলিতা এলাকায় বসবাসরত মানুষজনকে যাতায়াত, ব্যবসা-বানিজ্য, থাকা-খাওয়াসহ ইবাদাত পালনের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। মা-বোনদের রান্না-বান্না করাছেলে মেয়েদের মক্তব-স্কুলে যাওয়া, মুসল্লিদের জন্য বন্যার পানি ভেঙ্গে মসজিদে আসা-যাওয়া করা যে কত কষ্টকর তা শুধুমাত্র বন্যাকবলিতরাই জানে। আপনার টাকা পয়সা সব আছে কিন্তু দাঁড়াবার স্থান নেই। চাল-ডাল আছে কিন্তু আগুন জ্বালাবার মত স্থান নেই। সব কিছু থেকেও যেন কিছুই নেই।
এমতবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উচিত হল, বন্যাকবলিত অসহায় এই মানুষগুলোকে নিজ নিজ সাধ্যমত সাহায্য করা।
আর বন্যাপিড়িতদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, এপরিস্থিতিতে ধর্যহারা ও হতাশ নাহয়ে আল্লাহ মূখি হওয়া। আল্লাহ তাআলাকে একান্ত মনে ডাকা ও তাঁর কাছে সাহায্য চাওয়া।
আল্লাহ তাআলা সকল ধরণের আজাব-গজব থেকে এ দেশ ও দেশবাসীকে হেফাজত করেছেন।