দলীলসহ হানাফিয়্যাহদের নামাজ শীর্ষক বক্তৃতা মজলিস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আমরা জানি, যুগ যুগ ধরে সারা দুনিয়ার মুসলমান চার মাযহাবের উপর আমল করে আসছেন। এ চার মাযহাবের কোন মাযহাব এর বক্তব্য ও রায় কুরআন সুন্নাহ বিরোধী নয়। বরং চার মাযহাবের সব মাসআলাই কুরআন-সুন্নাহ থেকে সংকলন করা। বরং কুরআন-সুন্নাহর নিষ্কলুষিত নির্যাস।
কিন্তু বর্তমান বিশ্বে নতুন সমস্যার সৃষ্টি করেছে তথাকথিত আহলে হাদীস জামাত। অপব্যাখ্যা ও অপপ্রচারের মাধ্যমে তারা ইসলামকেই সন্দেহযুক্ত, বিতর্কিত ও অগ্রহণযোগ্য বস্তুতে পরিণত করে দিতে চাচ্ছে। যা অত্যন্ত মারাত্মক অপরাধ। বিশ্বেও প্রতিটি মুসলমানদেরকে অবশ্যই এর চক্রান্ত থেকে বিরত থাকতে হবে। তাই আজ মুসলিম সমাজকে তথাকথিত আহলে হাদীসের এসব চক্রান্ত থেকে মুক্তি দেবার লক্ষ্যে জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া নতুন এক উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।
আলহামদুলিল্লাহ! সে মহান উদ্দেশ্যকে সামনে রেখে, বিগত ১১/০৮/১৬ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব জামিয়ার ছাত্রদের মাঝে কুরআন-সুন্নাহর আলোকে হানাফিয়্যাহদের নামাজ ও গায়রে মুকাল্লিদদের অপপ্রচারের জবাব শীর্ষক বক্তৃতা মজলিসের আয়োজন করা হয়। সকল ছাত্রের স্বতস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফলতার সাথে এ মজলিস সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নাম্বার যোগ করে পুরস্কৃত করা হয়েছে মোট সাত (৭) জনকে। তন্মধ্য হতে একজন করে ১ম ও ২য় হয়েছেন এবং একই নাম্বার পেয়ে তৃতীয়স্থান অধিকার করেছেন পাঁচ (৫) জন। এমনকি এক সপ্তাহ পরপর ভিন্ন ভিন্নরূপে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে, ইনশাআল্লাহ! মোট দুই হাজার দুইশত টাকার সমমূল্যের কিতাব পুরস্কার দেয়া হয়।
১ম পুরস্কারঃ দলীল সহ নামাযের মাসায়েল ও কুরআন সুন্নাহর আলোকে পূর্ণাঙ্গ নামায
২য় পুরস্কারঃ মাযহাব বিরোধীদের স্বরূপ সন্ধানে
৩য় পুরস্কারঃ আল্লাহ আরশে না ফরশে ও কুরআন সুন্নাহর আলোকে পূর্ণাঙ্গ নামায