শাইখুল হাদীস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী দা.বা. এর শিয়রে মুফতী হাফীজুদ্দীন দা.বা.
একাধিক মাদরাসার বুখারীর দরসের মসনদকে যিনি অলংকৃত করেছেন। হাজারো বে-দ্বীন মানুষকে দ্বীনের পথে আনতে যার অক্লান্ত মেহনত ছিল, সেই মহামান্য ব্যক্তি শাইখুল হাদীস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী দা.বা. দীর্ঘদিন ব্রেইন ষ্টোকে শয্যাশায়ী হয়ে বহুদিন ধরে শয্যাশায়ী জীবন কাটাচ্ছিলেন। বিছানায় শুয়ে থাকতে থাকতে তাঁর কোমরের নিচে পঁচনের সৃষ্টি হয়। এ রোগের চিকিৎসার জন্য তিনি এখন ১৫ দিন যাবৎ খিদমাহ হসপিটালে অবস্থান করছেন।
ই’য়াদাতুল মারীজ বা রোগীর খোঁজ-খবর নেয়া ও তাঁর শিয়রের পাশে দাঁড়িয়ে দু’আ করার আমল জনাব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গিয়েছেন। এবং মানবতার দাবীও এটাই। তাই গতকাল ২৭ আগষ্ট ২০১৬ শনিবার বাদ মাগরিব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সুন্নতকে যিন্দা রাখার জন্য মুফতী হাফীজুদ্দীন দা.বা. ছুটে যান খিদমাহ হসপিটাল।
নীরবে দাঁড়িয়ে থাকেন তার বেড এর কাছে। দু’আ করেন তাঁর সুস্থতার জন্য। পাহাড়পুরী দা.বা. এর ছেলে মাওলানা আবরারুয যামান থেকে চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতী আতাউস সামাদ এবং হযরত মাওলানা মুফতী সিফাতুল হক প্রমুখ উলামায়ে কেরাম।
হে আল্লাহ! তুমি আমাদের দেশের এ রূহানী সম্পদ ও হাজারো তালেবে ইলমের রূহানী পিতাকে সুস্থতার নিয়ামত দান করুন। অথবা আপনার মর্জী মোতাবেক ঈমানের সাথে নিজ সান্নিধ্যে গ্রহণ করে নিন। আমীন।