সফর ও যাত্রাপথের আমল
# ঘর থেকে বের হওয়ার সময় পড়বে,
(সকলের সুবিধার্থে উচ্চারণ সহ দেয়া হল, উচ্চারণ দেখে পড়লেও আরবী মূলপাঠের সাথে মিলিয়ে নিবে)
بِـسْـمِ الـلـهِ تَـوَكَّـلْـتُ عَـلَـى الـلـهِ لاَ حَـوْلَ وَلاَ قُــوَّةَ اِلاَّ بِـالـلـهِ
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াকাল্তু ‘আলাল্লাহ, লা- হাওলা ওয়া লা- ক্বুওয়াতা ইল্লা- বিল্লাহ্।
# যানবাহনে বিসমিল্লাহ বলে চড়বে। এরপর আরোহন করে তিনবার আল্লাহু আকবার বলে এই দুয়া পড়বে,
«سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ. اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ. اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ وَالوَلَدِ»
উচ্চারণঃ সুবহানাল্লাযী সাখ্খর লানা- হাযা ওয়ামা কুন্না- লাহু মুকরিনীন, ওয়াইন্না- ইলা রব্বিনা- লামুনকলিবূন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফী সাফারিনা- হাযাল বিররা ওয়াত তাকওয়া, ওয়ামিনাল ‘আমালি মা-তারয-, আল্লাহুম্মা হাওউইন আলাইনা- সাফারনা-হাযা ওয়াতউয়ি আন্না বু’দাহ। আল্লাহুম্মা আ্নতাস সহিবু ফিস সাফারি, ওয়াল খলীফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নী আয়ু’যু বিকা মিন ওয়াছা-ইসসাফারি ওয়া কিতাবাতিল মানযরি ওয়াসূইলমুনকলাবি ফিলমা-লি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি।
ফেরার সময় উপরের দোয়ার শেষে নিচের অংশ বৃদ্ধিকরে পড়বে,
«آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ»
উচ্চারণঃ আ-ইবূনা তা-ইবূনা ‘আ -বিদূনা লিরব্বিনা-‘হা-মিদূন
# নৌযানে চলার সময় এই দোয়া পড়বে,
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ
উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। (সুরা হুদ : আয়াত ৪১)
# এরপর তিনবার আলহামদুলিল্লাহ ও তিনবার আল্লাহু আকবার বলবে। তারপর এই দুয়া পড়বে,
سُبْحَانَكَ إنّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي إنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أنْتَ
উচ্চারণঃ সুবহানাকা ইন্নী যলামতু নাফসী, ফাগফিরিলী ইন্নাহু লাইয়াগফিরুয যুনূবা ইল্লা আংতা
# এছাড়াও বুজুর্গানেদ্বীন উক্ত মাসনূন দুয়ার সাথে সাথে এদু’টি আয়াতও পড়তেন,
}فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ} [يوسف: 64[
উচ্চারণঃ ফাল্লাহু খইরুন হাফিযাও ওয়াআরহামুর রহহিমীন।
}وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ } [الزمر: 67[
উচ্চারণঃ ওয়ামা-কদারুল্লাহা হাক্ক্বা ক্বদরিহী ওয়াল আরযু জামী’আ ক্ববাযতুহূ ইয়াওমাল ক্বিয়ামাতি ওয়াসসামাওয়াতু মাতউইয়্যাতুন বিয়ামীনিহী সুবহানাহূ ওয়াতাআলা ‘আম্মা- ইউশরিকূন।
# চলাচল অবস্থায় উপরে উঠতে আল্লাহু আকবার পড়তে থাকবে। নিচের দিকে নামতে থাকলে পড়তে থাকবে সুবহানাল্লাহ আর সমতল জমিনে চলাচলে আলহামদু লিল্লাহ পড়তে থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলী জিন্দেগী গঠনের তাওফিক দান করুন। আমীন।