ইসলাম মানবতার ধর্ম
ইসলাম মানবতার ধর্ম। তাই কুরআন-হাদীসে মানুষকে মানবতা বোধ এর কথা বলা হয়েছে বিভিন্ন ভাবে। মানুষ মানুষের সাথে মানবতা সুলভ আচরণ করবে এমন সবক দেয়া হয়েছে ইসলাম ধর্মে। প্রাণীর সাথে ভাল ব্যবহার ও সেবাসুলভ আচরণের কথা বলা হয়েছে। অতএব অযথা কোন প্রাণীকে কষ্ট যাতে না দেয়া হয় তাই কুরআনে সুলাইমান আঃ এর একটি ঘটনা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।
حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ
যখন তারা পিপীলিকা অধ্যূষিত উপত্যকায় পৌঁছাল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর। অন্যথায় সুলায়মান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। (সূরা নামল, ১৮)
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
তার কথা শুনে সুলায়মান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ, দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ন বান্দাদের অন্তর্ভুক্ত কর। (সূরা নামল, ১৯)
কুরআনে দৃষ্টি রাখুন ও শিক্ষা গ্রহণ করুন
উক্ত আয়াত থেকে লক্ষ্য করা ও শিক্ষার বিষয় হল,
১। নবীগণ জ্ঞাতসারে কোন প্রাণীকে কষ্ট দিতেন না।
২। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা।
৩। নেক আমল করায় সক্ষম হবার জন্য আল্লাহ তাআলার কাছে তাউফিক চাওয়া।