প্রাণীর প্রতি সদয় আচরণ
ইসলাম ধর্ম সকল মানবজাতীর সাথে সদয় আচরণের নির্দেশের পাশাপাশি একটা প্রাণীর সাথেও নির্দয় আছরণ করতে নিষেধ করেছে। তাই প্রয়োজন ছাড়া কোন প্রাণীকে যেন কষ্ট সেয়া না হয় এমন সবকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن شداد بن أوس، قال: ثنتان حفظتهما عن رسول الله صلى الله عليه وسلم، قال: «إن الله كتب الإحسان على كل شيء، فإذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبح، وليحد أحدكم شفرته، فليرح ذبيحته»، صحيح مسلم (3/ 1548)
অনুবাদঃ শাদ্দাদ ইবনে আউস রাযি. হতে বর্ণিত। তিবনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দু’টি বিষয় মুখস্ত করে রেখেছি। তিনি বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের সাথে কোমল আচরণের নির্দেশ করেছেন।অতএব যখনই তোমরা (হত্যার বদলায়) হত্যা করবে তখন হত্যার মধ্যে সহজ পন্থা অবলম্বন কর।যখন যবেহ করবে সহজ ভাবে (কষ্ট কম দিয়ে) যবেহ কর। এক্ষেত্রে ছুরি তরবারি ভালোভাবে ধারালো করে নিবে যেন যবেহকৃত জানোয়ার সহজভাবে যবেহ করা যায়। (মুসলিম শরীফ, হাদীস নং ১৯৫৫)
মাসআলাঃ পশু যবেহ করার জন্য আগেই ছুরি বা চাকু ধারালো করে নেয়া মুস্তাহাব। পশু শোয়ানোর পর ছুরি বা চাকু ধার করা মাকরুহ।
عن عبد الله بن عباس، رضي الله عنهما أن رجلا أضجع شاة يريد أن يذبحها وهو يحد شفرته، فقال النبي صلى الله عليه وسلم: «أتريد أن تميتها موتات هلا حددت شفرتك قبل أن تضجعها» المستدرك على الصحيحين للحاكم (4/ 257)
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. হতে বর্ণিত।এক ব্যক্তি একটি বকরিকে যবাই করার উদ্দেশ্যে শুইয়ে রেখে ছুরি ধার করতে ছিল।তখন রাসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন, তাকে তুমি কয় বার মারতে চাও? তাকে শোয়ানোর পূর্বেই কেন তুমি ছুরি ধার করে নিলেনা? (মুসতাদরাকে হাকেম, হাদীস নং৭৫৭০)
মাসআলাঃ ১। পশুকে শুয়ানোর সময়ই সঠিক দিক করে শোয়াবে। শুয়ানোর পর পায়ে ধরে টেনে দিক পরিবর্তন করানো মাকরুহ।(হেদায়া ৪/৪২২)
২। যেই চার রগ কাটলে জবেহ সহীহ হয়ে যায় তার চে’ বেশী কেটে গলা আলাদা করে ফেলা মাকরূহ।
৩। জনাইয়ের স্থান দৃশ্যমান হওয়ার জন্য পশুর কান ধরে টানাটানি করা মাকরুহ।(হেদায়া ৪/৪২২)
قال ابن عباس «نهى رسول الله صلى الله عليه وسلم عن الذبيحة أن تفرس يعني أن تنخع قبل أن تموت» مسند ابن الجعد (ص: 492)
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন জবাই কৃত প্রাণীর চামড়া ছিলতে অর্থাৎ মৃত্যুর পূর্বে তার শরীরের রগ কাটতে। (মুসনাদে ইবিনুল জা’দ হাদীস নং ৩৪২৬)
ফেরিকরে মুরগী বিক্রি
বর্তমান মহল্লাগুলোতে ফেরিওয়ালারা ঘুরে ঘুরে মুরগী বিক্রি করে থাকে। এক্ষেত্রে তারা একসাথে অনেক মুরগীর পা খুব শক্ত করে বেধে মাথা নিচের দিকে রেখে পা উপরে রেখে বহন করে থাকে। যা মুরগীর জন্য কষ্টকর হয়ে থাকে। সুতরাং ফেরিওয়ালা ভাইদের উচিৎ অবলা প্রাণীগুলোকে এভাবে কষ্ট না দিয়ে কোন ঝুড়িতে করে মুরগী বহন করা। যাতে তাদের কষ্ট কম লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস থেকে আমরা এমনটাই শিক্ষা পাই।