জামিয়ার নিজস্ব জায়গায় বালু ভরাটের কাজ চলছে
আল হামদুলিল্লাহ! জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়ার নিজস্ব জায়গায় বালু ভরাটের কাজ চলছে। আল্লাহর রহমতে খিলগাও, নন্দিপাড়া, শেখের জায়গায় সাড়ে তিন কাঠা জায়গার ব্যবস্থা হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরো বড় করার ইচ্ছা আছে। জামিয়ার সকল সুভাকাঙ্খী ও মুহিব্বিনদের জানাতে চাচ্ছি, যারা ইতিপূর্বে জামিয়ায় সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এখন তাদের জন্য সুবর্ণ সুযোগ। জামিয়ার বালু ভরাটে অংশিদার হয়ে ‘সদকায়ে জারিয়ার’ একটি ভাগ আপনিও নিতে পারেন। বালু ভারট হলে অতিশিঘ্রই মাদরাসা ভবনের কাজ শুরু হবে। ইনশা আল্লাহ।
যোগাযোগের জন্য ফোন করুন,
০১৭৬২১২১০৯৩
০১৮১৮৭৮১৩৮৩
০১৮১৮৭৩২৪৬৫