মসজিদের মেম্বারের পাশে কবর থাকলে সেখানে সালাত আদায়ের হুকুম কী?
ফাহাদ আল কাওসার
আসসালামুয়ালাইকুম!
আমার প্রশ্ন হচ্ছে; মসজিদের মেম্বারের পাশে কবর থাকলে মসজিদে সালাত আদায় করা জায়েজ হবে কিনা। আশাকরি জানাবেন
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام و رحمة الله و بركاته
উত্তরঃ মিম্বার যদি কবর ও মুসল্লিদের মাঝে আড়াল হিসেবে থাকে তাহলে সালাতে কোন সমস্যা হবে না। আর মিম্বার যদি উন্মুক্ত হয় তাহলে এই কবর সামনে নিয়ে সালাত আদায় করা মাকরূহ হবে।
শরয়ী দলীল
في معرف السنن (3/293) ان الصلاة مكروهة إذا كان في قبلة المصلي قبر… إلا أن يكون بين المصلي و بينه حائل ـ
وفي الفتاوى الهندية (1/ 107) وفي الحاوي وإن كانت القبور ما وراء المصلي لا يكره فإنه إن كان بينه وبين القبر مقدار ما لو كان في الصلاة ويمر إنسان لا يكره فههنا أيضا لا يكره. كذا في التتارخانية.
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। মাআরিফুস সুনান
২। ইলাউস সুনান ৩/১৩৫
৩। ফাতাওয়া তাতার খানিয়া ২/২১৩
৪। ফাতাওয়া আলমগিরী ১/১৬৬
৫। ফাতাওয়া শামী ২/৫২৬
৬। ফাতাওয়া দারুল উলূম ৪/৯৩
والله أعلم بالصواب
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
প্রশ্ন করুনঃ ইমেইল-jamiatulasad@gmail.com
Sob jatwa kitaber dolil… quran hadis vittik dolil den
ফাতওয়ার কিতাবের আদ্যপান্ত কোরআন-হাদীসেরই নির্যাস!!!
Fatwa kitab*