বিপদের সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার দু‘আ
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিকসহ যে কোন বিপদের সম্মুখীন হলে মুমিন-মুসলমানের কর্তব্য হল, ইয়াকিন ও বিশ্বাসের সাথে নিম্নের দু‘আটি পড়া। ইনশা আল্লাহ। উক্ত দু‘আর বরকতে আল্লাহ তাআলা পাহাড়সম বিপদকেও পানির মত সহজ করে দিবেন।
দু‘আটি হলঃ
اَللّـهُـمَّ لَا سَـهْلَ اِلَّا مَـا جَعَـلْتَهُ سَـهْلاً،
وَأَنْـتَ اِذَا شِـئْـتَ جَعَـلْتَ الحُـزْنَ سَـهْلاً
উচ্চারণঃ আল্লাহুম্মা লা সাহ্লা ইল্লা মা জা‘আলতাহু সাহ্লা। ওয়া আনতা ইযা শিয়্তা জা‘আলতাল হুয্না সাহ্লা।
অনুবাদঃ হে আল্লাহ! আপনি যা কিছু সহজ করেছেন, তা ছাড়া কোন কিছুই সহজ নয়। আপনি যখন চান তখন সকল দুঃচিন্তা ও পেরেশানীকে লাঘব করে দেন।
মুফতী হাফীজুদ্দীন