জানেশীনে ফিদায়ে মিল্লাত রহঃ হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী দাঃ বাঃ এর সিলেটে ইতকাফ
ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহঃ এর সুযোগ্য জানেশীন, আকাবীরদের স্বর্ণালী পথের এক জীবন্ত উপমা হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী দাঃ বাঃ আগামী পহেলা রমযান থেকে ১০ ই রমযান পর্যন্ত সিলেটের ঐতিহাসিক নয়া সড়ক মসজিদে অবস্থান করবেন। নয়া সড়ক মসজিদ শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহঃ এর স্মৃতি বিজড়িত মসজিদ। আয়োজক কমিটি ফিদায়ে মিল্লাত রহঃ এর খলীফা, ভক্ত –মুরীদানদের সেখানে উপস্থিত হয়ে হযরতের কাছ থেকে তাসাওফের বরকত হাসিল করতে উদাত্ত আহবান জানান।
সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন-www.jamiatulasad.com