জামিয়ায় দুই মহান আলেমের আগমন
জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে আসছে। তন্মধ্যে অন্যতম একটি হল বাংলাদেশ ও বহিঃবিশ্বের আকাবিরে আসলাফদের নিমন্ত্রণ করে ছাত্রদের দরস ও তারবীয়াতের ব্যবস্থা করা এবং তাদের রাহনুমা ও মহামূল্যবান দিকনির্দেশনার আলোকে ভবিষ্যত জীবনকে আলোকিত করা।
এরই ধারাবাহিকতায় আগামীকাল রোজ রবিবার ১০ ঘটিকায় ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থীত জামিয়াতুল আস‘আস আল ইসলামিয়া ঢাকার ইফতা বিভাগে দরস প্রদান করবেন- হযরাতুল আল্লাম মুফতি আব্দুস সালাম সাহেব দা.বা.। সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসা ঢাকা।
এবং বাদ আসর দরস ও দোয়া করবেন- হযরাতুল আল্লাম মুফতি মুহাম্মদ ইউসুফ তাওলাভী দা.বা.। মুফতী, মুহাদ্দিস ও নাজেমে তা‘লীমাত দারুল উলূম দেওবন্দ, ইউ. পি. ইন্ডিয়া।