জামিয়ায় দারুল উলূম দেওবন্দের নাযেমে তালিমাতের আগমন
আজ ৯ এপ্রিল ২০১৭ রোজ রবিবার বা’দ আসর জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়ায় তাশরিফ আনবেন সারাবিশ্বের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দের নাযেমে তালিমাত হযরাতুল আল্লাম মুফতি মুহাম্মদ ইউসুফ তাওলাভী দা.বা.।
দারুল ইফতার ছাত্রদের নসিহত করবেন ও দোয়া পরিচালনা করবেন।