দৃষ্টি আকর্ষণ
জামিয়া শারইয়্যাহ মালিবাগ-এর সকল ফুযালায়ে কেরামের উদ্দেশ্যে
মুহতারাম নায়েবে মুহতামিম সাহেব হুজুর দা. বা. এর
দৃষ্টি আকর্ষণ
এতদ্বারা জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা-১২১৭ এর ফুযালায়ে কেরামকে অবহিত করা যাচ্ছে যে, ১৪০২ হিজরী মোতাবেক ১৯৮২ ইং সন হতে বর্তমান শিক্ষাবর্ষ পর্যন্ত যে সকল তালেবে ইলমে দ্বীন দাওরায়ে হাদীস, ইফতা ও তাফসীর বিভাগ থেকে ফারেগ হয়েছেন তাদের কর্মময় জীবনী সংক্ষিপ্ত আকারে দেশ ও জাতীর সামনে তুলে ধরার লক্ষ্যে জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা এর প্রকাশনা বিভাগ হতে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অতএব, নিজ নিজ ফারাগাতের সন উল্লেখ করে নিম্নে বর্ণিত তফসীল অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠাতে ফুযালায়ে কেরামকে অনুরোধ করা হলো।
১. স্থায়ী ঠিকানা :
নাম:—- ——————— পিতার নাম: —————–
জন্ম তারিখ:— —————– গ্রাম/মহল্লা:——————
ডাকঘর:—————- —– থানা/উপজেলা:——————
জেলা:——————————————–
২. বর্তমান ঠিকানা: —————————————————————————————————————————————————————————————————————————————————————————————————-
৩. জামিয়া শারইয়্যাহ মালিবাগ হতে ফারেগ হওয়ার পর দেওবন্দ, পাকিস্তান, সৌদি আরবসহ অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চতর কোনো সনদ লাভ করে থাকলে তার বিবরণ।
৪. কর্মজীবন:
ক. শিক্ষকতা : কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন পদে কত বছর যাবৎ ?
খ. ইমামতি ও খেতাবত
গ. লেখালেখি: মৌলিক রচনা, অনুবাদ, সম্পাদনা ইত্যাদি
ঘ. দাওয়াত ও তাবলীগে সময় লাগালে তার সময় ও পরিমাণ
ঙ. সমাজিক ধর্মীয় সংগঠন/সংস্কারমূলক সংগঠন/রাজনৈতিক/অরাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিবরণ
৫. বর্তমান কর্মস্থলে কী দায়িত্বে নিয়োজিত ?
৬. মোবাইল নাম্বার : ————————-
৭. তথ্য প্রেরণের ঠিকানা : ইমেইল: jamiamalibag@gmail.com