বিশেষ দরস
আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও সুভকামনায় প্রিয় জামিয়া এবার অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করল। জামিয়ার নতুন শিক্ষা কর্যক্রম ৮জুলাই ২০১৭ ইং রোজ শনিবার থেকে যথারীতি শুরু হয়ে গিয়েছে। আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের দাওয়াত করে এনে ছাত্রদের মাঝে দরস প্রদানের ব্যবস্থা করা হয়। সে লক্ষ্যে এবার ১৫ জুলাই ২০১৭ ইং রোজ শনিবার শুভাগমন ঘটবে ঐতিয্যবাহী ফরিদাবাদ মাদরাসার সুযোগ্য মুহাদ্দীস ও মুফতী হযরতুল আল্লাম আব্দুস সালাম সাহেব দা.বা. এর। হযরত বাদ মাগরিব ছাত্রদের মাঝে বিশেষ দরস প্রদান করবেন। জামিয়ার সকল শুভাকাঙ্খী ও মুহিব্বীনের কাছে আমরা আন্তরিক ভাবে দোয়া প্রার্থী।
alhamdulillah