ইসলামী অর্থনীতি বিশেষ দরস
অর্থনীতির সাথে সম্পর্কিত মাসআলা মাসায়েল জানা, আলোচনা করা, প্রবন্ধ ও রচনা প্রনয়ণ করা এখন সময়ের একটা গুরুত্বপূর্ণ দাবী। তাই জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়ার বৈশিষ্টের অংশ হিসেবে আগামী ২৪ জুলাই ২০১৭ রোজ সোমবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ইসলামী অর্থনীতির উপরে বিশেষ দরসের আয়োজন করা হয়েছে। এতে দরস প্রদান করবেন বিশিষ্ট অর্থনীতি বিশারদ হযরত মাওলানা মুফতী ইউসুফ সুলতান সাহেব।