অমানবিক নির্যাতন ইসলামপরিপন্থী
মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের প্রতি দরদী হবে, আন্তরিক হবে এটাই মানবিকতার দাবী। এ দাবীর পরিপন্থী কাজই হল অমানবিক। অমানবিক কোন কাজই ইসলাম সমর্থন করে না। মানুষের মাঝে মানবিকতার উৎকৃষ্ট সাধনের পয়গাম-বাণীই ইসলামে সদা প্রচারিত হচ্ছে।
রাসূল সা. বলেন, “তোমরা যমীনের জীবের প্রতি দয়া কর, তাহলে আকাশে অধিষ্ঠিত পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমরাও দয়াপ্রাপ্ত হবে।”
ইসলাম মানবিক আচরণের আরো উৎকৃষ্ট পন্থা বাতলে দিয়েছে। রাসূল সা. আরো বলেন, “তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাত কর সহাস্যবদনে।” এর দ্বারা রাসূল সা. তাঁর উম্মতকে শেখাতে চেয়েছেন, ‘তুমি তোমার ভাইকে খুশি করতে মূল্যবান কিছু না দিতে পারলেও অন্তত হাসিমুখে কথা তো বলতে পারো। তুমি তাই কর। এতেই তার প্রতি তোমার আন্তরিকতার বহিপ্রকাশ ঘটবে।’
অতএব ইসলামপ্রিয় সকলকে মানবতার প্রতি যত্নবান হতে হবে। খেয়াল রাখতে হবে, নিজের কোন কথায় বা যবান দ্বারা যেন মানবতাবিরোধী কোন আচরণ আমার থেকে প্রকাশ না পায়।আল্লাহ তা’আলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। আমীন।