ইসলাম মানবতার ধর্ম
ইসলাম মানবতার ধর্ম। এটা সতসিদ্ধ বাস্তবসম্মত সত্যকথা। তাই মানুষ যত ইসলাম থেকে দূরে সরবে, ততই সমাজে, রাষ্ট্রে অমানবতা ও বর্বরতার রাজত্ব কায়েম হবে। তাই তো অমানবিকতার সকল ছিদ্র নবী সা. বন্ধ করে দিয়ে গেছেন। কেননা তাঁর সুন্নতের অনুসারীদের দ্বারা কেউ কষ্ট পাবে না। এক্ষেত্রে মানুষ তো দূরের কথা, একটি প্রাণীও যন্ত্রণা অনুভব করবে না।
আজ সমাজে তাকালেই দেখা যায়, অমানবিকতার সয়লাব, পত্রিকার পাতায় নজর দিলে দেখা যায় নির্যাতনের ভয়াবহ-অসহনীয় চিত্র। রাস্তা-ঘাটে দেখা যায় জালেমদের আসফালন। মাজলুমদের আর্তনাদ আর তাদের অসহায় চাহনী। এসব চিত্র থেকে উত্তরণের একমাত্র পথ ইসলামের যথাযথ অনুসরণ।
আল্লাহ তা’আলা সবাইকে ইসলাম ধর্মের গুরুত্ব বুঝে যথাযথভাবে ইসলামের প্রতিটি পদক্ষেপকে পূর্ণ অনুসরণ করার তাওফীক দান করুন। আমীন।