মানুষ কেন অমানুষ হয়?
ঘর থেকে বের হলেই দেখা যায় একজন জালেম এক নিরীহ রিকশাওয়ালাকে মারছে। দাপুটে লোক নিরীহ গরীবকে আঘাত করছে। খোড়া অজুহাতে গরীব-অসহায়দের মারতে মারতে রক্তাক্ত করছে সমাজের এক শ্রেণীর লোক; এক পয়সা দু’ পয়সা চুরির অজুহাত দিয়ে গাছের সাথে বেঁধে রড দিয়ে পেটাচ্ছে। এক শ্রেণীর শিক্ষক সমাজ সন্তানতুল্য ছাত্রীদের ইজ্জত-সম্ভ্রব নষ্ট করছে। আজ এসব খবর কারো অজানা নয়, এসব চিত্র প্রতিনিয়তই দেখা যায় দৈনিক প্রত্রিকায়।
এসব কেন? মানুষগুলো কেন আজ এমন অমানুষ হয়ে গেল? এর মৌলিক কারণগুলো হলো-
১. ধন-সম্পদের লিপ্সা।
২. ক্ষমতা ও পদের লোভ।
৩. ক্রোধ ও প্রতিহিংসা।
৪. নারীসমাজকে পণ্যরূপে দেখা।
৫. নিজের পরিচয় ও করণীয় ভুলে যাওয়া।
এ ধরণের আত্মীক রোগের কারণেই মানুষ আজ অমানুষ! সুতরাং আজ এই রোগাক্রান্ত অমানুষগুলোকে মানুষের কাতারে আনতে প্রয়োজন নবীয়ে রহমতের অনুপম সবকের অনুশীলন। একমাত্র নবীকর্তৃক বাতলে দেয়া ঔষধ দ্বারাই সমাধান হতে পারে এ রোগসমূহের। এছাড়া ভিন্ন কোনো পথে, মতে কিবা দর্শনে নয়।
জাজাকাল্লাহ খায়ের
জী আজ দুনিয়া টা কেমন জানি হয়েগেছে ।