মানুষ মানুষের জন্য : বন্যার্তদের পাশে দাড়ানো মানবতার দাবী
ভাদ্র মাস ১৪২৪ সন এর বন্যায় বাংলাদেশের প্রায় ২২টি জেলা আক্রান্ত। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগা, জয়পুরহাট, যশোর ও রাঙ্গামাটি- এসব জেলার অধিবাসীগণ অনেক কষ্টে দিনাতিপাত করছে। খেয়ে না খেয়ে রাত্রি যাপন করছে। রাস্তা-ঘাট, হাটবাজার সবই পানতে ডোবা। স্কুল, মসজিদ-মাদরাসা বন্ধ। ঘরের চাল ছুঁই ছুঁই পানিতে। তাদের আশ্রয়ের জায়গা নেই। কোথাও যাবার মাধ্যমও নেই, স্থানও নেই। মিডিয়ার সংবাদ এখনও পুরো চিত্র কাভার করতে পারেনি। প্রত্যক্ষদর্শীর বিবরণ এমনই।
এহেন পরিস্থিতে সর্বমহল থেকে আহ্বান উঠছে, “মানবতার ডাকে সাড়া দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান”। মসজিদের মিম্বার থেকে খতীবদের স্বরবধ্বনী মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলেছে “মানুষ মানুষের জন্য”- এ শ্লোগানে। উলামায়ে কেরাম তাদের ভূমিকা পরিস্কার করে দিয়েছে। কেননা ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম মানুষকে শান্তি-কল্যাণ ও অন্যের উপকারে উদ্বুদ্ধ করে।