রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে উলামাদের কাফেলা
গতকাল ১৯ সেপ্টেম্বর-২০১৭ রোজ মঙ্গলবার জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া, রামপুরা-ঢাকা- এর পক্ষ থেকে উলামায়ে কেরামের একটি কাফেলা কক্সবাজার, টেকনাফ ও অন্যান্য রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে পৌঁছেছেন। বিভিন্ন শরণার্থী ক্যাম্পগুলো পরিদর্শনের পাশাপাশি তাদের মাঝে ত্রাণ বিতরণ করা ও দু’আ করার উদ্দেশ্যেই তাদের এই দূরযাত্রা।
একই উদ্দেশ্যে আজ (২০ সেপ্টেম্বর-২০১৭) বুধবার বিমানযোগে কক্সবাজার যাচ্ছেন অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন দা.বা.। তিনি দুপুর ০২:৩০ মিনিটে সেখানে পৌঁছে, সেখান থেকে আবার সফর করবেন টেকনাফের উদ্দেশ্যে। সেখানে গিয়ে হযরত মিলিত হবেন সেখানে অবস্থানরত অত্র জামিয়ার উস্তাদ মুফতী আরমান সাদিক দা.বা. এর সঙ্গে। হযরতের ইস্তিকবালে থাকবেন মুহা. আলম ও তাওহিদুল ইসলাম ভাইসহ প্রমুখ ভক্তবৃন্দ। হযরতের সফরসঙ্গী হিসেবে থাকবেন- ভাই মুহা. সাজেদুল ইসলাম ও খুর্শিদ আলম। হযরতের নেতৃত্বে সেখানকার সব দৃশ্য অবলোকন করবেন তাঁরা। আর্থিকভাবে সহযোগিতার পাশাপাশি তাঁরা সবাই রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তরিকভাবে দু’আও করবেন।
সে মহান উদ্দেশ্যে আগামী ২৬ সেপ্টেম্বর-২০১৭ রোজ মঙ্গলবার ভক্তবৃন্দ ও মুসল্লীদের নিয়ে রওয়ানা হচ্ছেন অত্র জামিয়ার সহকারী মুফতী হযরত মাওলানা মুফতী মোস্তফা কামাল দা.বা.। মোটা অংকের অর্থ সংগ্রহ করে সুদূর পথ পাড়ি দেবেন তাঁরাও। আল্লাহ তাদেরকে সহীহ সালামতে পৌঁছার তাওফিক দান করুন।
আল্লাহ তা’আলা আমাদের সবাইকে রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার তাওফিক দান করুন। আমিন।