মাদানী কমপ্লেক্সঃ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মাদানী কমপ্লেক্স (মসজিদ, মাদরাসা ও খানকা)দিঘীরপাড় বাজার সংলঘ্ন পূর্বরাখি, হাফীজনগর, মুন্সিগঞ্জ (সদর) এ অবস্থিত একটি দ্বীনি প্রতিষ্ঠান।
আগামী ৯ অক্টোবর ২০১৭ ঈসাব্দ মোতাবেক ১৮মুহাররম ১৪৩৯ হিজরী, ২৭ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ রোজ সোমবার দুপুর ১২ ঘটিকায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এলাকার চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় মুরব্বীগণ ও আলেম ওলামাদের দুআর মাধ্যমে সূচনা হচ্ছে মাদানী কমপ্লেক্সের চারতলা বিশিষ্ট ভবনের। সবার নিকট দুআ প্রার্থী আল্লাহ যেন তাকওয়ার উপর এর ভিত্তি সম্পন্ন করেন এবং কবুল করেন মাদানী কমপ্লেক্স কর্তৃপক্ষকে।