নীরব প্রকৃতির আলেমে দ্বীন লালবাগ হুজুর অসুস্থ
প্রবীন আলেমে দ্বীন নীরব প্রকৃতির মানুষ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান লালবাগ হুজুর নামে পরিচিত। জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রবীন শিক্ষক। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী।
কিডনী সমস্যা
রক্তশূন্যতা
ডায়াবেটিস
লো প্রেসার
এসব রোগে আক্রান্ত হয়ে তিনি এখন বিছানায় শায়িত। ডায়ালাইসিস করতে হচ্ছে সপ্তাহে দুবার করে।
তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জামিয়াতুল আসআদ পরিবারের পক্ষ থেকে দুয়া করা হচ্ছে। হযরতের ছাত্র-ভক্ত ও অনুরক্তদের কাছে এ নীরব প্রকৃতির আলেমে দ্বীনের জন্য দুয়ার দরখাস্ত রইলো।
আল্লাহ্ পাক পরিপূর্ণ সুস্থতা দান করুন