জামিয়ায় রদ্দে ঈসাইয়্যাত বিষয়ক দরস সম্পন্ন
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া ঢাকা তার ছাত্রদের হক্কানী আলেমে দ্বীন , উম্মতের দরদী ও ফিকিরমান্দ বানানোর পাশাপাশি বাতিলের মোকাবেলাও শিদ্ধহস্ত হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল ১১ সেপ্টেম্বর ২০১৭ ঈ. বুধবার রদ্দে ঈসাইয়্যাত বিষয়ক একটি বিশেষ দরসের আয়োজন করা হয়েছিল। এতে দরস প্রদান করেন প্রখ্যাত দায়ী, ঈসায়িজম বিষয়ে বিশেষ পারদর্শী হযরত মাওলানা মুফতী যুবায়ের আহমদ সাহেব।
এদরসের মাধ্যমে জামিয়ার ছাত্ররা বাংলাদেশে খৃস্টাম মিশনারির ততপরতা, কর্মপদ্ধতি সম্পর্কে জেনে-অনুধাবন করে সে ফেতনা মোকাবেলায় আরো সাহসী ও উদ্দোমি হবে কলে আশা করি।