আল্লাহর প্রতি ভরসাতেই বান্দার সফলতা নিহিত
মূলত আল্লাহর প্রতি ভরসাতেই বান্দার সফলতা নিহিত। কেননা বস্তুর নিজস্ব কোন ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বান্দার জন্য যতটুকু তাকদীরে ফায়সালা করে রাখেন ততটুকুই সে পায়। তাকদীরকে লঙ্ঘন করার সাধ্য কারো নেই। হযরত যায়েদ ইবনে সাবেত রা. এবং হযরত উবাই ইবনে কাআব রা. এর সূত্রে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে-
ما أصابك لم يكن ليخطئك وأن ما أخطأك لم يكن ليصيبك
অর্থাৎ : তুমি যা পেযেছো বা তোমার ক্ষেত্রে যা ঘটেছে তা তাকদীরের ফায়সালা মতেই ঘটেছে, তা তোমার ক্ষেত্রে না ঘটার কোন সুযোগ ছিল না। আর যা তুমি পাওনি বা তোমার ক্ষেত্রে ঘটেনি তা তা তাকদীরী ফায়সালা মতেই তোমার ক্ষেত্রে ঘটার ছিল না। ( সুনানে আবু দাউদ, হাদীস নং- ৪৭০১)
-মাওলানা ইয়াহ্ইয়া আহমাদ