বস্তুবাদ নয়; আল্লাহর প্রতি ভরসাই হোক বান্দার পাথেয়
বৈষয়িক জীবনে বস্তুর প্রয়োজনীয়তা অনুস্বীকার্য। জীবনধারনে মানুষকে জীবনোপকরণ সংগ্রহ করতে হয়। ক্ষেত-খামার, চাকরী-বাকরী, ব্যবসা-বানিজ্য এ সবই জীবনের বাস্তবতা। হালাল রিযিক সন্ধান করা দ্বীনে ইসলামেও আবশ্যকীয় এক বিষয়। তবে এ ক্ষেত্রে দ্বীনে ইসলাম মানবজাতিকে গুরুত্বপূর্ণ এক বার্তা প্রদান করে। জীবনোপকরণ সংগ্রহের দৃষ্টিভঙ্গিটা বদলে দেয়। বস্তু থেকে মানুষের বিশ্বাসকে সরিয়ে নিয়ে যায় বস্তুর স্রষ্টা মহান আল্লাহ তাআলার দিকে। বস্তুতান্ত্রিক মনোভাব ও অন্ধ বস্তুবাদী চিন্তা-চেতনার ভ্রান্তি সম্পর্কে তাদের সজাগ করে। ইসলাম এ কথা শিখায় যে, আল্লাহ তাআলাই সবকিছু করেন। বস্তুর নিজের কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ তাআলাই সবকিছুর স্রষ্টা। সাধ্যমত চেষ্টার পাশাপাশি মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসা বান্দার সফলতার পূর্ব শর্ত। যা দুনিয়া ও আখেরাতে তার জন্য সৌভাগ্য ও সফলতা দ্বারকে উন্মোচিত করবে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থাৎ : নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং অধিক পরিমানে আল্লাহর স্মরণ করতে থাকো যেন তোমরা সফল হতে পারো।
(সূরা জুমু‘আ-১০)