আল্লাহ তা’লাকে অন্য নামে ডাকা
আল্লাহ তা’আলাকে খোদা বা প্রভু ইত্যাদি নামে ডাকা জায়েয আছে। কেননা এ শব্দ দুটিও আল্লাহ তা’আলার বড়ত্ব ও মহত্ব প্রকাশ করে। তবে কুরআন-হাদীসে ব্যবহৃত নামে ডাকাই উত্তম। আবার আল্লাহ তা’আলাকেই বুঝায়- এমন প্রসিদ্ধ নামে ডাকাও জায়েয আছে।
أخرج الامام الخارى بسنده عن ابى هريرة رضى الله عنه قال ان لله تعالى تسعة وتسعين اسما من احصاها دخل الجنة
তথ্যসূত্র:
1. সহীহ বুখারী: 2/949
2. রুহুল মা’আনী: 9/158
3. আল-আসল: 1/32