ইমাম যখন তাকবীর দিবে তখন মুক্তাদিও তাকবীর দিবে
ইমাম যখন তাকবীর দিবে তখন মুক্তাদিও আস্তে আস্তে তাকবীর বলে নিয়ত বাঁধবে। কারণ, হাদিসে এসেছে, হযরত আবু মুসা আশআরী রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বয়ান রাখলেন, আমাদেরকে দ্বীনের বিভিন্ন বিষয় শিক্ষা দিলেন। দ্বীনের সঠিক পদ্ধতি আমাদের সামনে তুলে ধরলেন। এবং নামায শিখিয়ে দিলেন। রাসূল সা. বললেন, তোমরা যখন নামায শুরু করবে তখন কাতার ঠিক করে নেবে। অতঃপর তোমাদেরই একজন ইমাম হবে। আর ইমাম যখন তাকবীর দেবে তোমরাও তখন তাকবীর দেবে। সে যখন غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ বলবে, তখন তোমরা আমিন (আস্তে) বলবে। সে যখন আল্লাহু আকবার বলবে ও রুকু করবে তোমরাও আল্লাহু আকবার বলবে ও রুকু করবে।(সুনানে আবু দাউদ: ১/১৪০)
উল্লেখ্য যে, নামায আদায় হওয়ার জন্য মুক্তাদীর অবশ্যই তাকবীরে তাহরীমা বলতে হবে। আর এক্ষেত্রে উত্তম হলো, মুক্তাদী ইমামের তাকবীরে তাহরীমার পর তাকবীর বলবে। আর নামাযের ভেতরের অন্যান্য তাকবীরগুলো বলা মুক্তাদীর জন্য সুন্নত।
তথ্যসূত্র
সুনানে আবু দাউদ: ১/১৪০
আল মাবসুত লিসসারখসি: ১/৩৯
ফাতাওয়া হিন্দিয়া: ১/৭২
মারাকিল ফালাহ মা‘আ হাশিয়াতিত তাহতাবী: ২৫৭
আদ্দুররুল মুখতার: ১/৪৭৫।