আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
প্রশ্ন: ১০/২০ বছরের পুরাতন কবরস্থানে বসত-বাড়ী নির্মাণ করা যাবেন কিনা? বর্তমানে কবরের তেমন কোন আলামত প্রকাশিত নয় তবে বৃদ্ধ লোকের মাধ্যমে জানা যায় যে এখানে কবর ছিল্
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام و رحمة الله و بركاته
উত্তরঃ কবরস্থানটি যদি ওয়াকফকৃত জায়গায় না হয়ে থাকে মালিকাধীন হয়ে থাকে। আর লাশগুলো মাটির সাথে মিশে গিয়ে কবরেরও কোন চিহ্ন বাকি না থাকে তাহলে এতে বসত-বাড়ী নির্মাণ করাতে কোন সমস্যা নেই।
শরয়ী দলীল
في الفتاوى الهندية (1/ 167) ولو بلى الميت وصار ترابا جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه، كذا في التبيين
وفيه أيضا (2/ 471)، في كتاب الوقف: وسئل هو أيضا عن المقبرة في القرى إذا اندرست ولم يبق فيها أثر الموتى لا العظم ولا غيره هل يجوز زرعها واستغلالها؟ قال: لا، ولها حكم المقبرة،
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। ফাতাওয়া হিন্দিয়া-১/১৬৭, ২/৪৭১
২। ফাতাওয়া শামী-২/২৩৭
৩। ফাতাওয়া কাজীখান-৩/৩১৪
৪। তাবয়ীনুল হাকায়েক- ১/৫৭৯
والله أعلم بالصواب
উত্তর প্রদানে .
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া.
সত্যায়ন ও সার্বিক তত্তাবধানে
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
প্রশ্ন করতে–jamiatulasad@gmail.com