নতুন নেতৃত্বে যুক্তরাষ্ট্র্র : নয়া সংকটে বিশ্ব
মাওলানা উবায়দুল্লাহ যাকারিয়া
বিশ্বের যে কয়টি দেশ নিজেদেরকে গ্লোবাল পলিটিক্সে কতৃত্বের আসনে দেখাতে সচেষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র্র তন্মধ্যে অন্যতম। দেশটি অধিকার-অনধিকারে বিশ্বের অপরাপর দেশসমূহের নানান বিষয়ে হস্তক্ষেপ করতে চেষ্টা করে। ফলে দেশটির ইন্টারনাল পলিটিক্স ও নেতৃত্বের পালা বদলের উপর অন্য রাষ্ট্র্রগুলোর নজর থাকে তীক্ষ্ণ। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর একটিভিটিসও তাই আলোচনার টেবিলে উঠে আসে সহজেই। সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচন এবং বহিঃবিশ্বের ডিজিটাল কারিশমায় বিজয়ী বিজসেন অরিজিন নতুন নেতা ডোনাল ট্রাম্পের বিজয়, অবশেষে নির্বাচনোত্তরকালে তার বেসামাল আচরণ এখন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু।
নির্বাচনে তুলনামূলক কম সম্ভাবনার এমন একব্যক্তি পেসিডেন্ট নির্বাচিত হওয়া যার ব্যাকগ্রাউন্ড রাজনীতি নয় বরং ক্যাসিনো ইত্যাদির ব্যবসা। সি.আই.এ.সহ মিডিয়া ও গোয়ন্দা সংস্থাগুলোর শত চেষ্টার পরেও এমন একটি অস্বাভাবিক ফলাফল শুরুতেই সর্বমহলে প্রশ্নবিদ্ধ ছিল। পরবর্তীতে সি আই এ-র অভিযোগ পাল্টা অভিযোগ থেকে ডিজিটাল কারচুপির বিষয়টি বিশ্ববাসীর সামনে চলে আসে। ইশারার আঙ্গুল মর্র্কিনীদের চিরশত্রু রাশিয়ার দিকে। তবে মার্কিন জাতির জানের শত্রু হলেও রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার বিষয়টি পরিষ্কার। যে নেতা নিজ জাতির দুশমনের হাত ধরে ক্ষমতায় আসে তার দ্বারা উক্ত জাতির প্রাপ্য কী হতে পারে, ভেবে দেখার বিষয় বটে! ইতিমধ্যে স্বয়ং যুক্তরাষ্ট্র্রই এর খেসারত দিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র্রে ইতিমধ্যে নব নির্বাচিত অব্যাহত রয়েছে।
বিশ্বের অপরাপর দেশগুলো মার্কিন নতুন নেতৃত্বের ব্যাপারে নতুন সমীকরণ করতে শুরু করেছে। যেমন রাশিয়ার সাথে দা-কুমড়ার সম্পর্ক। যে ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টে বিষোদগার করে যাচ্ছেন শুর থেকেই । বিশ্লেষকদের ধারণা, ব্যক্তিগত মিত্র পুতিনের পক্ষ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এ চীন বিরোধীতা সংকটকে আরো ঘনীভূত করবে।
অন্যান্য ইস্যুগুলোর মধ্যে ট্রাম্পের ‘মুসলিম বিদ্বেষ’ নতুন অনেক সমস্যার জন্ম দিয়েছে। ইরাক, ইরান, সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকের উপর মার্কিন ভিসা নিষিদ্ধ করা, সিরীয় শরনার্থীদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ইত্যাদি যার মধ্যে ছিল অন্যতম।
তবে সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হলো, ট্রাম্পে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই পশ্চিমা বিশ্বে মুসলিম কমিউনিটি ও মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে এবং মসজিদে হামলা-অগ্নি সংযোগের ঘটনা ঘটে । কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজ আদায়রত অবস্থায় মুসল্লিদের উপর গুলি বর্ষণে ছয়জন মুসলিম নিহত হন। যার পিছনে পশ্চিমা নেতাদের উসকানী মূলক মন্তব্য ইত্যাদিকে দায়ী করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে সংবাদ মাধ্যমে প্রকাশ, ইসরাঈল অন্যায়ভাবে দখলকৃত পশ্চিমতীরে দু‘ দফায় ৫৬৬ ও ২৫০০ টি মোট ৩০৬৬ টি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে না নিতেই ফিলিস্তিন কর্তৃক ভূমি দখলের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে ট্রাম্প ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণও করেছেন।
১৯৬৭ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধ হয়। তখন পূর্বের সীমানা অনুযায়ী ভিন্ন ফিলিস্তিন-রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল। যার রাজধানী হবে জেরুজালেম আর ফিলিস্তিনী অধ্যুষিত এলাকাসমূহ হবে এ ফিলিস্তিন-রাষ্ট্রের সীমারেখা। তেমনিভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সমঝোতামূলক দুই রাষ্ট্র ভিত্তিক প্রস্তাব সমর্থিত ছিল সর্বমহলে। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংকট নিরসনের এ প্রস্তাব প্রত্যাখান করেছেন এবং একমাত্র ইসরায়েলী রাষ্ট্র প্রতিষ্ঠার ইহুদী প্রচেষ্টাকে তিনি জোড়ালো সমর্থন জানিয়েছেন। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মূলত মধ্যপ্রাচ্যের সংকটক নিরসনে তার সদিচ্ছার অভাবকেই প্রমাণ করলেন।
সবমিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য পূর্ববর্তী যে কোন মার্কিন প্রেসিডেন্টের তুলনায় বেশী ঝুকিপূর্ণ বলে বিশ্লেষকরা মত ব্যক্ত করছেন। এ কথার সত্যতা ইতিমধ্যেই ট্রাম্পের নানান উন্মাতাল আচরণে প্রকাশ পাচ্ছে। ফলে বিশ্বের অপরাপর দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র্রের সাথে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। নতুন সমীকরণ হচ্ছে সব দেশেই।
তবে মুসলমানরা ট্রাম্পের এ উন্মাদনায় শংকিত নন। পশ্চিমা মিডিয়ার শত অপপ্রচার সত্ত্বেও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাশ্চাত্যের জনগণ ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে ব্যাপকহারে। মুসলমানদের মেহনত ও দ্বীনী দাওয়াতের সুফল আজ বিশ্ববাসীর সামনে। ইসলামের সত্যবাণীর শক্তি আর সৌন্দর্যে হিংসুকদের গাত্রদহন হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। চামচিকা কর্তৃক সুর্যালোককে দোষারোপ করা নতুন কিছু নয়। ইসলামের আদর্শগত শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য খোদ পশ্চিমাবিশ্বেই আজ সমাদৃত। ইনশাআল্লাহ এর সুফল বিশ্ববাসী দেখতে পাবে অচিরেই। । আল্লাহ তা’আলাই মুসলমানদের অভিভাবক।