জামিয়া সমাচার
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া ঢাকা এর পড়ালেখা আমল আখলাক সহ যাবতীয় উন্নয়ন বৈশিষ্ট ও পদক্ষেপ সমাচার
চলতি শিক্ষাবর্ষ ২০১৯/২০ খৃস্টাব্দে নতুন ছাত্রদের ভর্তি ৭ শাওয়াল ১৪৪০ হিজরী মোতাবেক ১১ জুন ২০১৯ ঈসাব্দ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনেই জামিয়ার ইফতা বিভাগে প্রায় ৬০ জন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে ৪০ জন ভর্তি হয়ে গিয়েছে। ধারাবাহিক ভাবে পরবর্তী ১২ ও ১৩ তারিখেও ভর্তি কার্যক্রম চলেছে। কোটা সীমিত থাকায় এবং জামিয়ার ছাত্রবাসস্থানে সংকুলান না হওয়ায় এ পর্যন্ত ৫০ জন ছাত্র নিয়েই ক্ষান্ত করা হয়েছে।
নূরানী, নাজিরা ও হিফজ বিভাগেও যথানিয়মে ৭ শাওয়াল ১৪৪০ হিজরী মোতাবেক ১১ জুন ২০১৯ ঈসাব্দ ভর্তি শুরু হয়ে ইতিমধ্যে প্রায় ১০জন ভর্তি হয়েছে এবং যথারীতি ক্লাস আরম্ভ হয়ে গেছে। এখনো কিছু কোটা খালি আছে। আগ্রহী অভিভাবকগণ নিজ নিজ সন্তানদের মাতৃস্নেহে সর্বদা উস্তাদদের সার্বিক তত্তাবধানে অনুকূল পরিবেশে ছাত্র ভর্তি করানোর জন্য খুব দ্রুত যোগাযোগ করুন।