তামাত্তু হজ্জের পাঁচ দিনের ধারাবাহিক আমল
মক্কায় পৌঁছার পরের আমলসমূহ |
শুধু উমরার ইহরাম বাঁধা (ফরজ)বাংলাদেশ বা মদীনা থেকে মীকাত অতিক্রমের আগে |
উমরার তাওয়াফ করা (ফরজ) রমল ও ইযতিবাসহএ অবস্থায় তালবিয়া পড়া বন্ধ রাখবে | |
উমরার সায়ী করা (ওয়াজিব)উমরার তাওয়াফের পর | |
উমরার ইহরাম ত্যাগমাথা মুণ্ডানো বা চুল ছোট করার মাধ্যমে (ওয়াজিব) | |
৮ যিলহজ্জের আমলসমূহ |
হজ্জের নিয়তে ইহরাম বাঁধা (ফরজ) |
৮ যিলহজ্জ সূর্যোদয়ের পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম | |
মিনায় ৫ ওয়াক্ত নামাজ পড়া সুন্নত৮ যিলহজ্জ যোহর থেকে ৯ যিলহজ্জ ফজরসহ | |
৮ যিলহজ্জ দিবাগত রাত মিনায় অবস্থান করা (সুন্নত) | |
৯ যিলহজ্জের আমলসমূহ |
৯ যিলহজ্জ সূর্যোদয়ের পর আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম |
আরাফায় উকূফ করা (ফরজ)৯ যিলহজ্জ সূর্য হেলে যাওয়ার পর থেকে আগত রাতের সুবেহ সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময়। | |
৯ যিলহজ্জে সূর্যাস্তের পর বিলম্ব না করে মুযদালিফার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম | |
মুযদালিফায় পুরো রাত্রি যাপন করা (সুন্নত) | |
মুযদালিফায় ইশার সময় মাগরিব-ইশা একত্রে পড়া (ওয়াজিব) | |
১০ যিলহজ্জের আমলসমূহ |
মুযদালিফায় উকূফ করা (ওয়াজিব)১০ যিলহজ্জ সুবেহ সাদিক থেকে চারদিক ফর্সা হওয়া পর্যন্ত যে কোনো সময়। |
১০ যিলহজ্জ সূর্যোদয়ের কিছু পূর্বে চতুর্দিক ফর্সা হওয়ার পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়া মুস্তাহাব। | |
বড় জামারায় ৭টি কংকর নিক্ষের করা (ওয়াজিব)১০ যিলহজ্জ সুবহে সাদিক থেকে পুরো দিন ও রাতের শেষ পর্যন্ত। | |
হজ্জের কুরবানী করা (ওয়াজিব)১০ যিলহজ্জ কংকর নিক্ষেপের পর থেকে ১২ যিলহজ্জ সূর্যাস্ত পর্যন্ত | |
হজ্জের ইহরাম ত্যাগ করা (ওয়াজিব) মাথা মুণ্ডানো বা চুল ছোট করার মাধ্যমেকুরবানীর পর থেকে ১২ যিলজজ্জ সূর্যাস্ত পর্যন্ত | |
তাওয়াফে যিয়ারত করা (ফরজ) রমলসহ১০-১২ যিলহজ্জ সূর্যাস্ত পর্যন্ত | |
হজ্জের সায়ী করা (ওয়াজিব)১০-১২ যিলহজ্জ সূর্যাস্ত পর্যন্ত | |
১১ যিলজজ্জের আমল |
মিনায় রাতে অবস্থান করা (সুন্নত)১০ যিলহজ্জ দিবাগত রাত |
তিন জামারাতেই ৭ টি করে কংকর নিক্ষেপ করা (ওয়াজিব)১১ যিলহজ্জ সূর্য ঢলার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত | |
১২ যিলজজ্জের আমল |
মিনায় রাতে অবস্থান (সুন্নত)১১ যিলহজ্জ দিবাগত রাত |
তিন জামারাতেই ৭ টি করে কংকর নিক্ষেপ করা (ওয়াজিব)১২ যিলহজ্জ সূর্য ঢলে যাবার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত | |
১৩ যিলজজ্জের আমল |
মিনায় রাতে অবস্থান (মুস্তাহাব)১২ যিলহজ্জ দিবাগত রাত |
তিন জামারাতেই ৭ টি করে কংকর নিক্ষেপ করা (মুস্তাহাব)১৩ যিলহজ্জ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত | |
তাওয়াফে বিদা (ওয়াজিব)মক্কা ত্যাগের আগে (মীকাতে বাইরের অধিবাসীদের জন্য। বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য) |