ইমাম মাহদী ও গোলাম আহমদ কাদিয়ানী এক নয়
by Admin · September 25, 2019
সহীহ হাদীসের ভাষ্যমতে ইমাম মাহদী |
মিথ্যাবাদী গোলাম আহমদ কাদিয়ানি |
নামঃ মুহাম্মদ |
নামঃ মির্জা গোলাম আহমদ |
পিতার নামঃ আব্দুল্লাহ |
পিতার নামঃ মির্জা গোলাম মুরতাজা |
জন্ম হবে রাসূলের বংশে |
জন্ম তৈমুর লংএর বংশে |
আত্মপ্রকাশ হবে মদীনায় |
আত্মপ্রকাশ ঘটেছে ভারতবর্ষে |
নিজেকে মাহদী হিসেবে প্রকাশ করতে চাইবেন না। অন্যরা খুজে বের করবে। |
হাদীসের বর্ণনার সাথে মিলা না থাকা সত্তেও নিজে থেকেই নিজেকে মাহদী হিসেবে প্রকাশ করা। |
উনার হাতে লোকের সর্বপ্রথম বায়াত হবেন মাকামে ইবরাহিম ও কাবাশরীফের মাঝে তওাফরত অবস্থায়। |
জীবনে কখনো মক্কা শরীফে একবারের জন্যও যাননি। |
কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন |
জীবনে জিহাদতো করেননি, উলটো জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন |
তার যুগে ঈসা আ. আসমান থেকে অবতির্ণ হবেন ও তার পিছনে নামাজ পড়বেন। |
তার যুগে ঈসা আ. আসেননি, উলটো নিজেকেই ঈসা আ. দাবী করেছেন। |
আসমান ও জমিনবাসী ভালোবাসবে। |
মিথ্যানবী দাবী করার কারণে সবাই অভিশাপ দেয়। |
মাহদী হিসেবে প্রকাশিত হবার পর ৭-৯ বছরের মাঝে ইন্তেকাল করবেন। এসময়টিই হবে তার খেলাফতকাল। |
মাহদী দাবীর পরও বিশ বছর বেঁচে ছিলেন। |
ন্যায় ও সুবিচারের খেলাফত প্রতিষ্ঠা করবেন। |
কোন খেলাফত প্রতিষ্ঠা করেননি; বরং বৃটিশ সরকারের গোলামী করেছেন। |
মূল কেন্দ্র হবে সিরিয়া। |
মূল কেন্দ্র লন্ডন। |
Like this:
Like Loading...
Related