কুরবানীর ফজিলত পর্ব ৩
কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানীর আমল করেছেন এবং তার উম্মতদেরকে এ আমল করতে নির্দেশ দিয়েছেন। কুরবানির আমলের অনেক ফজিলত রয়েছে নিম্নে ফজিলত সম্পর্কিত কিছু হাদীস তুলে ধরা হলো-
أخرج الإمام الترمذي بالسند المتصل في سننه ( رقم:1493) عن عائشة، أن رسول الله صلى الله عليه وسلم قال: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، إنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض، فطيبوا بها نفسا.
আম্মাজান হযরত আয়েশা রাযি. হতে বর্ণিত- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানীর দিন বান্দা যে আমলই করুক রক্ত প্রবাহিত (পশু জবাই-কুরবানী) করা অপেক্ষা আল্লাহ তাআলার কাছে পছন্দনিয় অন্য কোন আমল নেই। কুরবানীদাতা কিয়ামতের দিন তার জবাইকৃত পশুর শিং, পশম ও ক্ষুর নিয়ে উপস্থিত হবে। নিশ্চয় কুরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায় । সুতরাং তোমরা কুরবানীর মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করো। (সুনানে তিরমিজি, হাদীস নং ১৪৯৩)
أخرج الإمام ابن ماجه بالسندالمتصل في سننه (رقم: 3127)عن زيد بن أرقم قال أصحاب رسول الله صلى الله عليه و سلم يا رسول الله ماهذه الأضاحي ؟ قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها ؟ يا رسول الله ، قال بكل شعرة حسنة قالوا فالصوف ؟ يا رسول الله ، قال بكل شعرة من الصوف حسنة
হযরত যায়েদ বিন আরকাম রাযি. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! এ কুরবানীর ফযীলত কী? উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-এটি তোমাদের জাতির পিতা ইবরাহীম আ. এর সুন্নত।
সাহাবাগণ পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! তাতে আমাদের জন্য কী সওয়াব রয়েছে? উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-কুরবানীর পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। তারা (রাযি.) আবারো প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! ভেড়ার লোমের কি হুকুম? (এটাতো গণনা করা সম্ভব নয়), তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-ভেড়ার লোমেরও প্রতিটির বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩১২৭)
أخرج الإمام ابن ماجه بالسندالمتصل في سننه رقم : 3123 عن أبي هريرة أن رسول الله صلى الله عليه و سلم قال : من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানী করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। (মুসনাদে আহমদ হাদীস নং ৩১২৩)